সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরানোর সিদ্ধান্ত ঘিরে তোলপাড় ক্রিকেট দুনিয়া। বাংলাদেশে সংখ্যালঘু হত্যা নিয়ে যেভাবে ভারতে প্রতিবাদ হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্সও বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী মুস্তাফিজুরকে বিদায় দিয়েছে। সেই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে কি বললেন তিনি?
ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে শামিল ভারত। ওপার বাংলার ঘটনাপ্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছিল নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি ওঠে। পরে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় কেকেআর।
যা নিয়ে আজহার বলেন, "বিসিসিআই কোনও ভুল করেনি। বাংলাদেশে যা ঘটছে, তা একেবারেই ঠিক নয়। কিন্তু খেলার বিষয়টি আলাদা। যাই হোক, বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিশ্চয়ই বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলেই নিয়েছে।" অর্থাৎ বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন প্রাক্তন অধিনায়ক। অন্যদিকে কেকেআর থেকে বাদ পড়ার পর মুস্তাফিজুর নিজেই বলেছিলেন, "বাদ দিলে আমার আর কী করার আছে?"
উল্লেখ্য, মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর ঘটনাবলি অনেক দূর এগিয়েছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে না খেলার দাবিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। যা খবর তাতে, শুরুতে ভারত থেকে ম্যাচ সরানোর দাবি জানাতে রাজি ছিলেন না বিসিবি কর্তারা। কিন্তু এরই মধ্যে আসরে নেমে পড়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বোর্ড কর্তাদের রীতিমতো চাপ দেওয়া হয় ভেন্যুবদলের দাবি জানাতে। তাই তাঁরা বাধ্য হয়ে ভারত থেকে ম্যাচ সরানোর দাবি জানানোর সিদ্ধান্ত নেন।
