সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ে সব ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে লাগাতার এই অভিযোগ উঠেছে। মেন ইন ব্লুর কোচ গৌতম গম্ভীর সাফ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কিন্তু কোচের একদম উলটো সুর শোনা গেল মহম্মদ শামির কণ্ঠে। তারকা পেসারের মতে, একটি কেন্দ্রে সব ম্যাচ খেলার কারণে বাড়তি সুবিধা থাকছে ভারতের।
শুরু থেকেই ভারতের দুবাইয়ে টানা খেলা নিয়ে প্রচুর কথাবার্তা চলছে। বলা হচ্ছে, ভারত নাকি এতে বাড়তি সুবিধে পাচ্ছে। ইংল্যান্ডের প্রাক্তন দুই অধিনায়ক মাইকেল আথার্টন এবং নাসের হুসেন তো সরাসরি বলেই দিয়েছেন মেগা টুর্নামেন্টে অন্যায় সুবিধা পাচ্ছে ভারত। হয়তো পাকিস্তান আয়োজক দেশ, কিন্তু ঘরের মাঠের মতো সুবিধা পাচ্ছে ভারত। যেহেতু গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং সেমিফাইনালে ভারত জিতেছে, ফলে জল্পনার আগুনে আরও ঘি পড়ছে।
তবে যাবতীয় সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের হেডস্যর। তাঁর কথায়, “প্রথমত, এটি আমাদের কাছ ততটাই নিরপেক্ষ কেন্দ্র, যতটা বাকিদের কাছে। আমাদের সব প্র্যাকটিস সেশন হয়েছে আইসিসির আকাডেমির মাঠে। যেখানকার সঙ্গে এই স্টেডিয়ামের পরিবেশের একশে আশি ডিগ্রি তফাত। সেখানকার উইকেট আর এখানকার উইকেটের মধ্যে আকাশপাতাল পার্থক্য।”
কিন্তু গম্ভীরের উলটো সুর শামির গলায়। অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পরে তিনি বলেন, "পিচের চরিত্র এবং পরিবেশ আমরা জানি, সেটা অবশ্যই আমাদের সাহায্য করে। একটা মাঠেই টুর্নামেন্টের সব ম্যাচ খেলা অবশ্যই প্লাস পয়েন্ট। তবে ওই নির্দিষ্ট দিনে পিচ কেমন আচরণ করছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটাই কেন্দ্রে খেলছি, তাই পিচ বোঝাটাও কিছুটা সহজ হচ্ছে।" শামির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের জল্পনা। তাহলে কি বাড়তি সুবিধা পাওয়ার তত্ত্ব মেনে নিচ্ছে ভারতীয় শিবির? যদি মেনে নিয়ে থাকে তাহলে সাংবাদিক বৈঠকে কেন উলটো কথা বললেন গম্ভীর? উঠছে প্রশ্ন।
