shono
Advertisement
Mohammed Shami

আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধি, তবু দিতে হবে ভোটাধিকারের প্রমাণ! SIR শুনানিতে শামিকে তলব

যাদবপুরে শুনানিতে ডাকা হয়েছে শামিকে।
Published By: Anwesha AdhikaryPosted: 12:21 PM Jan 05, 2026Updated: 01:46 PM Jan 05, 2026

কৃষ্ণকুমার দাস: আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা টুর্নামেন্টগুলিতে ভারতের জার্সি পরে ঝুড়ি ঝুড়ি উইকেট পেয়েছেন। কিন্তু আজ প্রশ্ন উঠছে, সেই মহম্মদ শামি (Mohammed Shami) আদৌ ভারতের ভোটার তো? তারকা পেসারের ভোটাধিকারের প্রমাণ চেয়ে তাঁকে এসআইআর শুনানিতে (SIR Hearing) তলব করা হয়েছে। সেটাও এমন এক সময়ে, যখন বাংলার প্রতিনিধিত্ব করতে রাজ্যের বাইরে গিয়েছেন তারকা পেসার।

Advertisement

জানা গিয়েছে, বর্তমানে রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি। সেখানকার ভোটার হিসাবে নথিভুক্ত রয়েছে তারকা পেসারের নাম। কিন্তু এসআইআর শুনানিতে সোমবার ডেকে পাঠানো হয়েছে শামিকে। আপাতত শামি বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছেন। রাজকোটে ম্যাচ খেলছে বাংলা। ৮ জানুয়ারি পর্যন্ত দলের সঙ্গে রাজকোটেই থাকতে হবে শামিকে। ফলে সোমবার শুনানিতে উপস্থিত থাকা তাঁর পক্ষে অসম্ভব।

শামির পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার শুনানিতে থাকতে পারবেন না তিনি। আগামী ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তিনি সময় পাবেন শুনানিতে হাজিরা দেওয়ার জন্য। বিজয় হাজারে ট্রফির পরের রাউন্ডে উঠলে ১২ জানুয়ারি থেকে ফের দলের সঙ্গে যোগ দিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সূত্র। শামির বাড়ির স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস জানান, "শামি যখন রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে ভিন্‌রাজ্যে খেলতে গিয়েছেন, তখন আমাদেরও দায়িত্ব তাঁর এসআইআর সংক্রান্ত যাবতীয় জটিলতার বিষয় তাঁকে যথাযথ ভাবে সহযোগিতা করা।"

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। কবি জয় গোস্বামী থেকে শুরু করে অভিনেতা দেব, অনির্বাণ ভট্টাচার্য-সকলকেই ডেকে পাঠানো হয়েছে। আমজনতাকেও তুমুল ভোগান্তি সহ্য করে শুনানিতে উপস্থিত থাকতে হচ্ছে। এবার ডেকে পাঠানো হল শামিকেও। তবে তারকা পেসার কবে হাজিরা দেবেন তা এখনও জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্তমানে রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি।
  • শামির পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার শুনানিতে থাকতে পারবেন না তিনি। আগামী ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তিনি সময় পাবেন শুনানিতে হাজিরা দেওয়ার জন্য।
  • গত কয়েকদিন ধরেই একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে।
Advertisement