সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস তিনেকও বাকি নেই। ফের বাইশ গজে দেখা যাবে তাঁকে। উইকেটের পিছন থেকে চকিতে বেল উড়িয়ে দেবেন। ব্যাটিংয়ের সময় বল সোজা গিয়ে পড়বে দর্শকদের মাঝে। কে বলবে তাঁর বয়স ৪৪! অবশ্য শুধু মাঠে নয়, পার্টিও একই রকম ভাবে মাতিয়ে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি তাঁর স্ত্রী সাক্ষীর পোস্ট করা ছবি দেখে মুগ্ধ নেটপাড়া।
সবে নতুন বছর পড়েছে। এখনও সেলিব্রেশনের রেশ কাটেনি। তাতে গা ভাসালেন ধোনি দম্পতিও। সম্প্রতি একটি জন্মদিনের পার্টিতে যান দু'জনে। তারপর একগুচ্ছ ছবি পোস্ট করেন সাক্ষী। তার কোনওটায় ধোনি কেক খাচ্ছেন। বা কোনওটায় দু'জনে একসঙ্গে সময় কাটাচ্ছেন। তবে তাঁরা কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি। কিন্তু যেখানেই যান না কেন, দু'জনেই রীতিমতো পার্টি মুডে ছিলেন। বিশেষ করে ধোনি-সাক্ষীর ছবিতে নেটিজেনদের বক্তব্য, 'জুটি হোক এরকম'।
ধোনি নিজে সোশাল মিডিয়ায় খুব একটা থাকেন না। ইনস্টাগ্রামে শেষ পোস্টটি করেছিলেন ৭৭ সপ্তাহ আগে। তবে স্ত্রী সাক্ষীর দৌলতে ভক্তদের নজর এড়িয়ে থাকতে পারেন না তিনি। ইংরেজি নববর্ষের দিনেও মেয়ে জিভার সঙ্গে ধোনির ছবি আপলোড করেছিলেন সাক্ষী। তার আগে বলি তারকা সলমন খানের জন্মদিনেও গিয়েছিলেন ধোনি। নীল জিন্সের সঙ্গে মাস্টার্ড জ্যাকেট এবং কালো টি-শার্ট পরেছিলেন। এই লুকে তাঁকে অনবদ্য দেখাচ্ছিল। ‘ভাইজানে’র সঙ্গে একেবারে ‘দাবাং’ মেজাজে পোজ দিয়েছেন তিনি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই এমন ছবি দেখে বলছেন, ‘এক ফ্রেমে দুই কিং’।
আইপিএল এগিয়ে আসছে। এবার 'কিং' নামে নয়, প্রিয় 'থালা'কে দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।
