সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে খেললে পেতেন ৯ কোটি ২০ লক্ষ টাকা। কিন্তু সেটা পাবেন না মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকেই বাদ পড়েছেন বাংলাদেশি পেসার। কেকেআর তাঁকে কিনলেও সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতে খেলা হবে না। ৯ কোটি টাকা হাতছাড়া। তারপর কেমন আছেন মুস্তাফিজুর? সেটাই জানালেন বাংলাদেশের প্রাক্তন মহম্মদ আশরাফুল।
এই মুহূর্তে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সেখানে রংপুর রাইডার্সে খেলছেন মুস্তাফিজুর। বিপিএলে ভালো ছন্দে আছে রংপুর। মুস্তাফিজুরও ছন্দে আছেন। চট্টগ্রামের বিরুদ্ধে ২ উইকেট তুলেছেন। তার আগে ঢাকার বিরুদ্ধে জিততে সাহায্য করেছিলেন। তবে প্রথম দু'টি ম্যাচে ভালো খেলতে পারেননি। যা নিয়ে রংপুরের সহকারী কোচ আশরাফুল বলছেন, "যদি আপনি মুস্তাফিজুরের প্রথম দু'টো ম্যাচের পারফরম্যান্স ভালো হয়নি। কিন্তু তারপরও যেভাবে আমরা ঢাকার বিরুদ্ধে জিতলাম, তা অনবদ্য।"
আশরাফুলের সংযোজন, "ও দারুণ মুডে আছে। পুরো 'চিল'। মাঠের বাইরের বিষয় নিয়ে ও একেবারে ভাবে না। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোক, বিপিএল বা আইসিসি। এই মুহূর্তে ওর মূল লক্ষ্য রংপুর রাইডার্সের হয়ে খেলা। তারপর যা আসবে, সেটাকে মনোযোগ দেবে। ওর প্রতিভা অন্য পর্যায়ের।" বিপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর পাকিস্তান সুপার লিগ।
জানা গিয়েছে, আইপিএল থেকে বাদ পড়ার পরই পিএসএলে নাম লেখানোর জন্য আবেদন করেন তিনি। বলা বাহুল্য, পাকিস্তানের ওই ফ্র্যাঞ্চাইজি লিগ ফিজকে লুফে নিয়েছে। পিএসএলের সরকারি সোশাল মিডিয়া হ্যান্ডেলে বাংলাদেশি ‘কাটার মাস্টার’কে স্বাগত জানিয়েছে তারা। তবে তাঁর দল এখনও ঠিক হয়নি। সেটা ড্রাফটে ঠিক হবে। এ যাবৎকাল পিএসএলে সবচেয়ে বেশি দাম পেয়েছেন ডেভিড ওয়ার্নার। ভারতীয় মুদ্রায় সেটা ২.৭ কোটি। ধরে নেওয়া যায় মুস্তাফিজ দল পেলেও কোনও মতেই তাঁর দর কোটি টাকার উপরে উঠবে না।
