shono
Advertisement
Virat - Anushka

কনকনে শীতে অনুষ্কাকে আদুরে বার্তা? নেটভুবনে ভাইরাল কোহলির কার্ডিগান

দুবাইয়ে নতুন বছর উদযাপনের পর দেশে ফিরলেন 'কিং'।
Published By: Prasenjit DuttaPosted: 02:21 PM Jan 07, 2026Updated: 08:06 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন বাইশ গজে ঝড় তোলেন। আরেকজন সিনেমায় জাদু করেছেন। সেই বিরাট-অনুষ্কার (Virat - Anushka) জুটির প্রেম যেন মন ছুঁয়ে যায় অনুরাগীদের। তা আবারও দেখা গেল মুম্বই বিমানবন্দরে। ১১ জানুয়ারি শুরু নিউজিল্যান্ড সিরিজ। তার আগে দেশে ফিরেছেন 'কিং' কোহলি। সেখানে তাঁকে দেখতে উপচে পড়ল ভিড়। তবে তাঁদের মনজয় করল তাঁর পরনের কালো কার্ডিগান। যার বাঁ-হাতায় লাল রঙের হৃদয়চিহ্নের ক্যালিগ্রাফিতে লেখা 'A'।

Advertisement

ভক্তদের বুঝতে অসুবিধা হয়নি, সেই অক্ষর আসলে তাঁর সহধর্মিণী অনুষ্কার নামের প্রথম অক্ষর। কনকনে শীতে এভাবেই অনুষ্কাকে আদুরে বার্তা দিয়েছেন বিরাট। নেটিজেনরাও তাই ফিল্মি ভাষায় বলছেন, একেবারে 'রব নে বানাদি জোড়ি'। কেউ আবার লিখছেন, 'কোহলি তাঁর স্টাইলে বলিউড অভিনেতাদেরও লজ্জায় ফেলে দিতে পারেন'। ২০১৭ সালের ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন বিরুষ্কা। তারপর থেকে ভালোবাসা বেড়েই চলেছে এই 'জোড়ি'র। 'হ্যাপিলি ম্যারেড' কাপলকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

অভিনব ছবি পোস্ট করে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানিয়েছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। বিরাটদের শেয়ার করা ছবিতে দেখা যায়, দু’জনের মুখেই রং দিয়ে আঁকা ছবি। কোহলির মুখের বাঁ-দিকের অংশে স্পাইডার ম্যানের মুখ আঁকা। অনুষ্কার মুখের বাঁ-দিকে আঁকা প্রজাপতি। ওই ছবি পোস্ট করে বিরাট লিখেছিলেন, "আমার জীবনের আলোকে সঙ্গে নিয়ে ২০২৬ সালে পা রাখছি।" অনুষ্কারও বক্তব্য, হাসিমুখে নতুন বছরে পা রাখছেন তাঁরা। নতুন বছরের প্রাক্কালে এই সেলিব্রিটি দম্পতিকে রেস্তরাঁর কর্মীদের সঙ্গে পোজও দিতে দেখা গিয়েছিল। আর এবার দুবাইয়ে নতুন বছর উদযাপনের পর তিনি ভারতে ফিরেছেন।

মুম্বই বিমানবন্দরে তাঁকে খোশমেজাজে দেখা গিয়েছে। অনুরাগীদের সেলফি তুলেছেন। তাঁরা পোশাকের দিকে দৃষ্টি আকর্ষণ করতে এক গাল হেসে প্রতিক্রিয়াও দিয়েছেন। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। পরস্পরের প্রশংসাতে কখনও কার্পণ্য করেন না তাঁরা। তাঁদের ঘনিষ্ঠতা মন ভাঙা যুবক-যুবতীদের কাছে সত্যিই ঈর্ষণীয়, শিক্ষণীয়ও। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে বিরাট করেছিলেন ৩০২ রান। গড় ১০০-র উপরে। তাছাড়াও ২০২৫ সালের ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। গড় ৬৫.১০। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। এরপর বিজয় হাজারেতে প্রথম ম্যাচে ১৩১ রানের পর গুজরাটের বিরুদ্ধে ৬১ বলে ৭৭ রান করে যান বিরাট। ভক্তদের আশা, কিউয়িদের বিরুদ্ধেও একই ফর্ম বজায় থাকবে বিরাটের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশে ফিরেছেন 'কিং' কোহলি। সেখানে তাঁকে দেখতে উপচে পড়ল ভিড়।
  • তবে তাঁদের মনজয় করল তাঁর পরনের কালো কার্ডিগান।
  • যার বাঁ-হাতায় লাল রঙের হৃদয়চিহ্নের ক্যালিগ্রাফিতে লেখা 'A'।
Advertisement