shono
Advertisement
Ridhima Pathak

কট্টরপন্থীদের দাবির কাছে মাথানত! বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে 'বাদ' ভারতীয় সঞ্চালিকা ঋধিমা

মুস্তাফিজুরের ঘটনার 'বদলা' বাংলাদেশ ক্রিকেট বোর্ডের?
Published By: Arpan DasPosted: 10:01 AM Jan 07, 2026Updated: 03:55 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুস্তাফিজুর রহমান বিতর্কে নয়া পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিবর্তিত পরিস্থিতির উল্লেখ করে বিপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সঞ্চালিকা ঋধিমা পাঠককে (Ridhima Pathak)। মঙ্গলবার বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই মনে করছেন, মুস্তাফিজুরের ঘটনার 'বদলা' হিসেবে ঋধিমাকে বাদ দেওয়া হল।

Advertisement

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরানোর সিদ্ধান্ত ঘিরে তোলপাড় ক্রিকেট দুনিয়া। এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছিল নাইট রাইডার্স। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি ওঠে। পরে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় কেকেআর।

এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে। বিপিএলের সঞ্চালনা ও ধারাভাষ্যে বৈচিত্র্য আনতে বিশ্বের বেশ কয়েকজন জনপ্রিয় মুখকে যুক্ত করা হয়েছিল। ভারতের ঋধিমা পাঠক ছাড়াও পাকিস্তানি সঞ্চালিকা জয়নাব আব্বাসও এই তালিকায় ছিলেন। এছাড়া ধারাভাষ্যের তালিকায় আছেন রামিজ রাজা ও ইংল্যান্ডের ড্যারেন গফ। বিপিএলের পরবর্তী পর্যায়ে সঞ্চালনা ও ধারাভাষ্যের জন্য ঋধিমার যাওয়ার কথা ছিল। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জন্যই ঋধিমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুস্তাফিজুরকে কেকেআর বাদ দেওয়ার পরই ভারতীয় সঞ্চালিকাকে বাদ দেওয়ার দাবি উঠতে থাকে বাংলাদেশের কট্টর সংগঠনগুলি থেকে। মনে করা হচ্ছে, সেই দাবির কাছেই মাথা নত করল বিসিবি। আর ইউনুস সরকারের প্রছন্ন মদত ছাড়া যে এই সিদ্ধান্ত নেওয়া অসম্ভব, সেটাও মনে করছেন অনেকে। তবে পরে সোশাল মিডিয়ায় ঋধিমা জানিয়েছেন, তাঁকে 'বাদ' দেওয়া হয়নি। 'দেশের কথা' ভেবে তিনি সরে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর ঘটনাবলি অনেক দূর এগিয়েছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে না খেলার দাবিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। তবে আইসিসি'ও পালটা জানিয়ে দিয়েছে, ভারতেই খেলতে হবে। নাহলে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্তাফিজুর রহমান বিতর্কে নয়া পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
  • বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিবর্তিত পরিস্থিতির উল্লেখ করে বিপিএল থেকে সরিয়ে দেওয়া হল ভারতীয় সঞ্চালিকা ঋধিমা পাঠককে।
  • মঙ্গলবার বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।
Advertisement