সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যত না এখন ক্রিকেটার, তার চেয়ে অনেক বেশি জীবন-শিক্ষক। মহেন্দ্র সিং ধোনি 'ক্ষমাই পরম ধর্ম'-র মন্ত্রে প্রবল ভাবে বিশ্বাসী!
ধোনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন, বহু বছর হয়ে গেল। বছরে দু'মাস এখন তাঁকে ক্রিকেট মাঠে দেখা যায়-আইপিএলে। কিন্তু তাতে কী? ধোনির জনপ্রিয়তা আজও উত্তুঙ্গ। ঠিক যেমন চাপ না নিয়ে তাঁর ঠান্ডা মাথায় খেলে যাওয়া, বহুল চর্চার বিষয়।
কিন্তু ধোনি সেটা পারেন কী ভাবে? নিজের নামাঙ্কিত 'ধোনি' অ্যাপের উদ্বোধন করতে এসে দার্শনিক উত্তর দিয়ে গেলেন ক্যাপ্টেন কুল। বলে গেলেন, "আমার বক্তব্য হল, জীবনকে যতটা পারো, সহজ রাখো। সহজ ভাবে দেখো। নিজের প্রতি সৎ থাকো। যারা তোমার ভালো চায়, তোমার জন্য যারা মন থেকে কিছু করে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকো। কোনও কিছুকে জন্মগত অধিকার বলে ধরে নিও না। আমি সব সময় বিশ্বাস করি, মুখে হাসি রাখলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। আপনার যদি স্বচ্ছন্দ না লাগে, যদি সেটা করা কঠিন বলে মনে হয়, ক্ষমা করে দিন। সেই শক্তি সঞ্চয় করুন। সবার কিন্তু সেই ক্ষমতা থাকে না,” মুম্বইয়ে এক অনুষ্ঠানে বলে দিয়েছেন ধোনি। সঙ্গে যোগ করেছেন, "আমরা আস্তে আস্তে বড় প্রতিশোধপরায়ণ হয়ে পড়ছি। আমরা বলি, অমুকে আমার নামে এটা বলেছে, তমুকে আমার নামে সেটা বলেছে। ভুলে যান সে সব। নিজের জীবন নিয়ে আনন্দে থাকুন।"
কী বুঝলেন? মহেন্দ্র সিং ধোনি কি এখন এক দার্শনিকের নামও নয়?
