shono
Advertisement
MS Dhoni

'জুনিয়র ধোনি'র ছেলের সঙ্গে খেলায় মজে ক্যাপ্টেন কুল! ভাইরাল ভিডিওতে মজে নেটদুনিয়া

তারকাসুলভ ব্যক্তিত্ব নয়, বরং কাছের মানুষ হিসাবেই সকলের সঙ্গে মিশে যাচ্ছেন মাহি।
Published By: Anwesha AdhikaryPosted: 05:13 PM Jun 24, 2025Updated: 05:13 PM Jun 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শেষ। বরাবরের মতোই লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে আর পাঁচজন আমজনতার মতোই দিন কাটাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কারও জন্মদিনে কেক কাটা হোক বা জিমে গিয়ে ঘাম ঝরানো- নানাভাবে দেখা যাচ্ছে ধোনিকে। তারকাসুলভ ব্যক্তিত্ব নয়, বরং কাছের মানুষ হিসাবেই সকলের সঙ্গে মিশে যাচ্ছেন মাহি। সেই ভিডিও ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়।

Advertisement

সেরকমই এক মিষ্টি ভিডিও শেয়ার করেছেন ধোনির একদা সতীর্থ সৌরভ তিওয়ারি। ঝাড়খণ্ডের প্রাক্তন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির নেতৃত্বেই। সৌরভের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ছেলের সঙ্গে খুনসুটিতে মেতে রয়েছেন ধোনি। ক্যাপ্টেন কুলের সঙ্গে খেলতে নেমে খুশিতে মাতোয়ারা সৌরভের খুদে ছেলে সৌরিশও। ক্যাপ্টেন কুলের সঙ্গে খুদে সৌরিশের মিষ্টি ভিডিও নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।

কেবল সৌরভের ছেলের সঙ্গে খেলাই নয়, কয়েকদিন আগে একটি জন্মদিনের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল মাহিকে। সেখানে কেক কাটার পর 'বার্থ ডে বয়' কেক খাওয়াতে যান ধোনিকে। কিন্তু সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দেন ক্যাপ্টেন কুল। বরং মজার ছলে বলেন, "কাকিকে (স্ত্রী) আগে খাওয়াও। বাড়িতে থাকতে হবে তো নাকি? আমি তো খানিক পরে চলে যাব।" সেই ভিডিওটিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, সৌরভ তিওয়ারিকে একটা সময় 'পরের ধোনি' বলে মনে করত ক্রিকেটমহল। মাহির মতোই লম্বা চুল রাখতেন। শুধু তাই নয়, ঝাড়খণ্ডের উঠতি প্রতিভা সৌরভও বিরাট বিরাট ছক্কা হাঁকাতে। প্রতিশ্রুতিমান সৌরভের অভিষেক হয় ধোনির নেতৃত্বে ২০১০ সালে। দেশের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন। তবে সেভাবে ক্রিকেট কেরিয়ারে উন্নতি করতে পারেননি। আপাতত ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সৌরভ তিওয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক মিষ্টি ভিডিও শেয়ার করেছেন ধোনির একদা সতীর্থ সৌরভ তিওয়ারি।
  • কয়েকদিন আগে একটি জন্মদিনের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল মাহিকে।
  • সৌরভ তিওয়ারিকে একটা সময় 'পরের ধোনি' বলে মনে করত ক্রিকেটমহল।
Advertisement