সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ছেলে সেঞ্চুরি পেতেই ফেটে পড়লেন সঞ্জু স্যামসনের বাবা। কেরলের ওই প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে অন্যায় হয়েছে, এ অভিযোগ বহুদিনের। এতদিন সেসব নিয়ে সোশাল মিডিয়ায় সঞ্জুর সমর্থকরা সুর চড়াতেন। এবার সরাসরি ক্রিকেটারের বাবা আসরে নামলেন। আর শুধু আসরে নামলেন না ভারতীয় দলের তিন সফল অধিনায়ককে একযোগে তুলোধোনা করলেন। ছাড়লেন না বিশ্বজয়ী কোচ রাহুল দ্রাবিড়কেও।
সঞ্জু স্যামসনের বাবা বিশ্বনাথ স্যামসন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, "তিন-চার জন রয়েছে যারা আমার ছেলের কেরিয়ারের ১০ বছর নষ্ট করেছে। কেউ ওর উপর ভরসা দেখায়নি। এদের মধ্যে রয়েছেন ধোনিজি, কোহলিজি, রোহিতজি। প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ও রয়েছেন। ওরা সঞ্জুকে নিয়মিত সুযোগ দেননি।" বিশ্বনাথ স্যামসনের অভিযোগ, সঞ্জুর কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন এরা চারজন।
ভারতীয় ক্রিকেট পা রাখা প্রায় বছর দশেক হতে চলল সঞ্জুর। সেই ২০১৫ সালে মেন ইন ব্লুর হয়ে অভিষেক তাঁরা। এটা ঘটনা যে, সেভাবে নিয়মিত সুযোগ তিনি পাননি। আবার একই সঙ্গে এটাও ঠিক যে কেরলের এই উইকেটকিপার ব্যাটার একেবারেই ধারাবাহিক নন। গত ১০ বছরে জাতীয় দলের জার্সিতে ১৬টি এক দিনের ম্যাচ ও ৩৪টি টি-টোয়েন্টি। এর মধ্যে বেশ কয়েকটি ভালো ইনিংস হয়তো খেলেছেন, কিন্তু ব্যর্থও হয়েছেন বারবার। এই ধারাবাহিকতার অভাবের জন্যও কোচিং স্টাফকেই দায়ী করছেন সঞ্জুর বাবা।
সঞ্জু স্যামসনের 'বঞ্চনা' নিয়ে আগেও বহু কথা হয়েছে। কিন্তু সক্রিয় কোনও ক্রিকেটারের পরিবারের কোনও সদস্য এভাবে কিংবদন্তিদের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন, সেটা ভারতীয় ক্রিকেটে বিরল। সঞ্জু যেখানে বরাবর বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, সেখানে যেভাবে তাঁর বাবা প্রকাশ্যে ধোনি-কোহলি-রোহিতদের নাম করে আক্রমণ শানালেন সেটা বিতর্কের জন্ম দেবে তাতে সংশয় নেই। তবে আগের টিম ম্যানেজমেন্টগুলিকে কাঠগড়ায় তুললেও ধারাবাহিকভাবে সুযোগ দেওয়ার জন্য বর্তমান টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান তিনি।