সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গিহানার ঘটনার (Pahalgam Terror Attack) পর ন্যূনতম সহানুভূতি প্রকাশ করেননি পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। বরং বারবার মর্মান্তিক ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন। এবার পহেলগাঁওর বদলা এল 'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor)। আর তারপরই আফ্রিদিকে উদ্দেশ্য করে নেটিজেনদের আক্রমণের ঝড় শুরু। যার মূল বক্তব্য, 'দেখ কেমন লাগে'।
পহেলগাঁও হামলার পর থেকেই যাচ্ছেতাই বলে যাচ্ছেন আফ্রিদি। এর আগে ভারতীয় সেনা বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। প্রাক্তন পাক অধিনায়ক বলেন, “ভারতে বাজি ফাটলেও দোষ চাপানো হয় পাকিস্তানের ঘাড়ে। কাশ্মীরে প্রায় ৮ লক্ষ সেনা আছে। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। এর অর্থ, তারা এতটাই নিষ্কর্মা আর অপদার্থ যে, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেনি।” এমনকী ধাওয়ান এর প্রতিবাদ করায় চায়ের কাপ হাতে নিয়ে বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ব্যঙ্গ পর্যন্ত করেছিলেন।
অবশ্য জবাব পেতে খুব একটা দেরি হল না। পহেলগাঁও কাণ্ডের ঠিক পনেরো দিন পরই উপযুক্ত জবাব দিল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’-এ গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি। ভারতীয় সেনার বীরত্বের বন্দনা দেশের ক্রিকেটারদের কণ্ঠে। '৮ লক্ষ সেনা'র ক্ষমতা নিশ্চয়ই দেখেছেন আফ্রিদিও।
নেটিজেনরা লিখেছেন, 'শাহিদ আফ্রিদিকে কেউ দেখতে পেলে ডাক দিও। সকালের চা-টাও বোধহয় ভালো করে খেতে পেল না।' আবার কেউ লিখছেন, 'এবার বোধহয় আফ্রিদি সীমান্তে যুদ্ধে আসবে।' অনেকের বক্তব্য, 'দেখ কেমন লাগে'। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এক্স হ্যান্ডলে লিখেছেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া পদক্ষেপ। ভারত মাতার জয়'। সেখানে আবার আফ্রিদির প্রসঙ্গ টেনে লেখা হচ্ছে, 'এখন বোধহয় ও কেঁদে ভাসাচ্ছে।'
