সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মঞ্চে আবির্ভাবের পর থেকেই প্রচারের আলোয় বৈভব সূর্যবংশী। এখন সে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে একের পর এক রেকর্ড গড়েছে। ওয়ানডে'র পর এবার টেস্ট খেলতে ব্যস্ত বৈভব। যদিও ১৪ বলে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরে সে। তা'বলে তার নামের পাশে নজির বসবে না, তা কি হয়? এক্ষেত্রে ব্যাটার নয়, রেকর্ড গড়েছে বোলার বৈভব।
হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনই ঘটনা ঘটেছে ভারত-ইংল্যান্ডের যুবদলের টেস্টে। বেকেনহামে শনিবার থেকে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় দিন বল হাতে নয়া নজির গড়েছে ভারতের এই 'বিস্ময় বালক'। বিপক্ষ বোলারদের বিরুদ্ধে বড় বড় শট হাঁকানোটা অভ্যাসে পরিণত করে ফেলা বৈভবের মধ্যে যে ভবিষ্যতে ভালো অলরাউন্ডার হওয়ার যাবতীয় মশলা আছে, তা যেন প্রমাণ হল।
ইংল্যান্ডের উইকেটে তখন জাঁকিয়ে বসেছে হামজা এবং রকি ফ্লিনটপ। ভারতকে ম্যাচে ফিরতে হলে তৃতীয় উইকেটের এই জুটি ভাঙতেই হত। এমন সময় অধিনায়ক আয়ুষ মাত্রে বল তুলে দেয় বাঁ-হাতি স্পিনার বৈভবের হাতে। সুযোগ হাতছাড়া করেনি সে। তার তৃতীয় ওভারের শেষ বলটা ছিল লো ফুলটস। হামজা আগ্রাসী শট খেলতে উদ্যত হয়। যদিও তার শট সরাসরি লং অফে চলে যায়। ক্যাচ আউট হয়ে ৮৪ রানে সাজঘরে ফেরে হামজা। তাদের জুটিতে ওঠে ১৫৪ রান।
হামজাকে আউট করে যুব টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারি হিসেবে নজির গড়েছে বৈভব। মাত্র ১৪ বছর ১০৭ দিন বয়সে এই রেকর্ড গড়ার স্বাদ পেয়েছে সে। এর আগে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ড ছিল মনীষীর। ১৫ বছর ১১৫ দিন বয়সে প্রথম উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিল সে। যুব টেস্টে সর্বকনিষ্ঠ উইকেটশিকারি হিসেবে ১০ জনের তালিকায় ভারতীয় মধ্যে এখন একা বৈভব সূর্যবংশী।
