shono
Advertisement

Breaking News

Champions Trophy

'কোনও ম্যাচ দেশের বাইরে যাবে না', চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হুঙ্কার পাক সরকারের

পাক সরকারের পরামর্শ চেয়েছিল পিসিবি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:58 PM Nov 13, 2024Updated: 04:58 PM Nov 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির একটাও ম্যাচ দেশ থেকে সরাতে দেওয়া হবে না। সাফ জানিয়ে দিল পাকিস্তান সরকার। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না বলে ঘোষণা করার পরেই সরকারের দ্বারস্থ হয়েছিল পিসিবি। আগামী দিনে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সেই বিষয়ে শাহবাজ শরিফ সরকারের পরামর্শ চেয়েছিল পাক বোর্ড। পরামর্শ দিতে গিয়েই সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনওভাবেই দেশের মাটি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সরানো যাবে না।

Advertisement

দীর্ঘ জল্পনার পরে রবিবার পাক বোর্ডের তরফে জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। তার পরেই শোনা যায়, ভারতের সিদ্ধান্ত নিয়ে আইনি পরামর্শ নিতে পারে পিসিবি। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নামও প্রত্যাহার করতে পারে পাকিস্তান। এহেন পরিস্থিতিতে সরকারের দ্বারস্থ হয় পাক বোর্ড। পিসিবি মুখপাত্র সামি উল হাসান বলেন, “আইসিসি থেকে একটি ইমেল পেয়েছে পাক বোর্ড। আপাতত ওই ইমেল ফরোয়ার্ড করে দেওয়া হয়েছে সরকারের কাছে। আগামী দিনে কী পদক্ষেপ করা উচিত সেই নিয়ে সরকারের পরামর্শ চাইবে পিসিবি।”

শাহবাজ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক পিসিবি কর্তা বলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার রয়েছে আমাদের হাতে। তাই কোনওমতেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে সরানো যাবে না। আগামী দিনেও আমরা এই কথাই বলব। সরকারের তরফে আমাদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।"

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি পিসিবির জন্য শুধু সম্মানের বিষয় নয়, পিসিবির আর্থিক ভবিষ্যৎও নির্ভর করছে এই টুর্নামেন্টের উপর। হিসাবে বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে না হলে প্রায় সাড়ে ৬ কোটি মার্কিন ডলার লোকসান হতে পারে পাক বোর্ডের। টিকিটের দাম, স্পনসরশিপ, সম্প্রচার স্বত্ত্ব সব মিলিয়ে এই বিপুল অর্থ লাভের আশায় পাক বোর্ড। যদি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেও হয়, তাহলেও একটা বড় অঙ্কের লাভ কমে যাবে। তাই কোনও অবস্থাতেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিকে হাতছাড়া করতে চায় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘ জল্পনার পরে রবিবার পাক বোর্ডের তরফে জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত।
  • শাহবাজ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না।
  • চ্যাম্পিয়ন্স ট্রফি পিসিবির জন্য শুধু সম্মানের বিষয় নয়, পিসিবির আর্থিক ভবিষ্যৎও নির্ভর করছে এই টুর্নামেন্টের উপর।
Advertisement