সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ডামাডোলের মধ্যে এবার ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। টুর্নামেন্ট আয়োজন নিয়ে পিসিবি প্রধান মহসিন নকভির সঙ্গে কথা বলেছেন তিনি। পাক প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে দেশের সম্মান যেন বজায় থাকে। সেজন্য় পূর্ণ সহযোগিতা করবে সেদেশের সরকার।
গত বৃহস্পতিবার আইসিসির চেয়ারম্যান হিসেবে প্রথমবার দুবাইয়ের অফিস পরিদর্শনে যান জয় শাহ। সেখানে পাকিস্তান এবং অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করেন। তার পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কেটেছে বলে সূত্রের খবর। আইসিসির এক সূত্র জানায়, সবপক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে।
যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে একাধিক শর্ত দিয়েছিল পাকিস্তান। কিন্তু আইসিসির চাপের কাছে একপ্রকার নতিস্বীকার করতে হয়েছে পিসিবিকে। তাদের দাবি ছিল, ভবিষ্যতে ভারতে আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেটা কার্যকর করতে হবে ২০৩১ পর্যন্ত। প্রাথমিকভাবে এই শর্ত মানতে চায়নি ভারতীয় বোর্ড। শেষ পর্যন্ত ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানের দাবি মানতে রাজি হয়েছে বিসিসিআই। যদিও পুরো বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও তরফেই কিছু জানানো হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে এমন ডামাডোলের মধ্যেই খোদ পাক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন নকভি। দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, ভারতে না খেলতে চেয়ে পাকিস্তান যে দাবি জানিয়েছে, সেই অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন শাহবাজ। তাঁর মতে, কেবল অর্থের মাপকাঠিতে সবকিছু মাপা যায় না। গোটা বিষয়টিতে পাকিস্তানের আত্মসম্মান বজায় থাকা উচিত। পাক প্রধানমন্ত্রী নাকি আরও বলেছেন, পিসিবি যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আসলে পাকিস্তানি আমজনতার মনের কথা। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিশেষ বৈঠক ফের পিছিয়ে দিয়েছে আইসিসি।