সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্লেন ম্যাক্সওয়েলের খারাপ ফর্মের জন্য দায়ী প্রীতি জিন্টা? সোশাল মিডিয়ায় এমনই আজব মন্তব্য করায় এক নেটিজেনকে তুলোধোনা করলেন বলি অভিনেত্রী। পাঞ্জাব মালকিনের পালটা প্রশ্ন, আইপিএলের অন্যান্য দলের পুরুষ কর্তাদের কি এইভাবে বলার সাহস আছে? উল্লেখ্য, চলতি আইপিএলে পাঞ্জাবের হয়েই খেলেন ম্যাক্সওয়েল। কিন্তু তাঁর পারফরম্যান্স জঘন্য।
এক্স হ্যান্ডেলে প্রীতিকে উদ্দেশ্য় করে এক নেটিজেন বলেন, "ম্যাডাম, ম্যাক্সওয়েলের বিয়েটা আপনার সঙ্গে হয়নি বলেই কি উনি পাঞ্জাবের হয়ে ভালো খেলেন না?" ওই ব্যক্তির এমন অদ্ভূত প্রশ্নের জবাবে প্রীতি সটান বলেন, 'অন্য দলের পুরুষ মালিকদেরও কি আপনি একই প্রশ্ন করেন? নাকি মহিলাদের প্রতিই এমন বিদ্বেষমূলক মন্তব্য? কর্পোরেট দুনিয়ায় মহিলাদের টিকে থাকা যে এত কঠিন সেটা ক্রিকেটে না এলে সত্যি বুঝতাম না। আশা করি আপনি হাসির ছলে প্রশ্নটা করেছেন। কিন্তু নিজের প্রশ্নটা ভালো করে দেখুন। কী বলতে চাইছেন সেটা যদি সত্যি বুঝতে পারেন, তাহলে বুঝবেন বিষয়টা মোটেও ভালো নয়।'
প্রীতির এই মন্তব্য ছড়িয়ে পড়তেই নেটিজেনদের অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। কেউ বলছেন, প্রীতির পরিশ্রম এবং সাফল্যই তাঁর পরিচয়। লিঙ্গবৈষম্য়কে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আবার কারোওর মতে, নেটদুনিয়ার এমন মন্তব্যকে পাত্তা দেওয়াই উচিত নয়। আবার অনেকে বলছেন, এমন প্রশ্ন করার মানসিকতা যাদের, প্রীতি তাদের যাই জবাব দিন না কেন সেটা নিয়ে তারা ঠাট্টাই করবে। সবমিলিয়ে, প্রীতি যেভাবে নারীবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাতে মুগ্ধ নেটদুনিয়া।
