সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের মরশুমেই বেঙ্গালুরু থেকে সরতে পারে আরসিবি'র ম্যাচ। চলতি বছরের ৪ জুন কোহলিদের বিজয় মিছিলে পদপিষ্টের (Stampede) ঘটনা ঘটে। তারপর থেকে কার্যত 'একঘরে' চিন্নাস্বামী (Chinnaswamy ) স্টেডিয়াম। এবার শোনা যাচ্ছে, ভিনরাজ্যে সরে যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল অভিযান।
মহিলাদের বিশ্বকাপের ম্যাচও চিন্নাস্বামী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে আইপিএলের ম্যাচও সরতে পারে। জানা গিয়েছে, বেঙ্গালুরু নয়, পুণের গাহুঞ্জেতে খেলতে পারে আরসিবি। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পিসাল জানিয়েছেন, "পুণেতে আরসিবি'র ম্যাচ হওয়া নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখনও কোনও কিছুই নিশ্চিত নয়। পদপিষ্টের ঘটনার জেরে কর্নাটকে ম্যাচ আয়োজন করা নিয়ে সমস্যা আছে। এখন ওরা নতুন জায়গা খুঁজছে। আমরা চাই আমাদের স্টেডিয়ামে ওরা খেলুক। প্রাথমিক কথাবার্তা চলছে। এখনও কিছু টেকনিক্যাল বিষয় ঠিক করতে হবে। যদি সব ঠিকঠাক চলে, তাহলে পুণেতে ওদের ম্যাচ হবে।"
চলতি বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭। মর্মান্তিক ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্নাটক হাই কোর্ট। তারপর থেকেই ঘটনার দায় ঠেলাঠেলি চলছে কর্নাটক সরকার এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে।
তবে শুধু আরসিবি নয়, রাজস্থান রয়্যালসও স্টেডিয়াম বদলাতে পারে। রাজস্থান ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের মতবিরোধ চলছে। যার জেরে, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে নাও খেলতে পারেন যশস্বী জয়সওয়ালরা। সেক্ষেত্রে গুয়াহাটিতে খেলতে পারে রাজস্থান। এমনিতেও প্রতি বছর কয়েকটি ম্যাচ গুয়াহাটিতেই খেলেন রিয়ান পরাগরা।
