shono
Advertisement
Rohit Sharma and Virat Kohli

'রোহিত-কোহলি অবসর নিলে, তবেই', কাকে সুযোগ দিতে রো-কো'র বিদায়ের অপেক্ষা অশ্বিনের?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনেক ক্রিকেটারকেই বাদ দেওয়া হয়েছে।
Published By: Arpan DasPosted: 04:27 PM Jan 04, 2026Updated: 04:27 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা হয়েছে। তাতে বাদ পড়েছেন রুতুরাজ গায়কোয়াড়। আবার গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। ঠিক কী করলে জাতীয় দলে ফিরতে পারবেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক? রবিচন্দ্রন অশ্বিন আপাতত একটাই রাস্তা দেখছেন। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর গ্রহণ।

Advertisement

দু’বছর পর জাতীয় দলে ডাক পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রায়পুরের ওয়ানডে’তে ৮৩ বলে ১০৫ রান করেছিলেন রুতুরাজ। এমনকী বিজয় হাজারে ট্রফিতেই সেঞ্চুরি করেছেন। সেই রুতুরাজই বাদ। সেঞ্চুরিও কি জাতীয় দলের নির্বাচকদের মন ভরাতে পারেনি? উঠছে প্রশ্ন। মনে করা হচ্ছে, ইডেনে চোট পাওয়ার পর ক্যাপ্টেন গিল দলে ফেরায় নির্বাচকরা একপ্রকার বাধ্য হয়েই রুতুরাজকে বাদ দেওয়ার পথে হাঁটতে বাধ্য হয়েছেন।

রুতুরাজের প্রত্যাবর্তনে অশ্বিন একটাই উপায় দেখছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, "মিডল অর্ডারের জায়গা নিয়ে রুতুরাজ গায়কোয়াড় ও ঋষভ পন্থের লড়াই রয়েছে। পন্থের ক্ষেত্রে সুবিধা হল, ও বাঁহাতি। রুতুরাজ তখনই সুযোগ পাবে, যখন রোহিত ও কোহলি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেবে। ততদিন পর্যন্ত রুতুরাজের পক্ষে ধারাবাহিক ভাবে রান করা মুশকিল।"

আসলে আগের ওয়ানডে সিরিজে শুধু শুভমান নয়, শ্রেয়স আইয়ারও ছিলেন না। শ্রেয়সের ধারাবাহিকতা নিয়ে প্রশ্নের জায়গা নেই। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন, লোয়ার অর্ডারে নীতীশ কুমার রেড্ডি কী করছেন? একটা যুক্তি হতে পারে, নীতীশ পেস বোলিং করতে পারেন। তাহলে চারজন পেসারকে কেন দলে নেওয়া হয়েছে? ফলে দল নির্বাচনে বিভ্রান্তি বেড়েছে। উল্লেখ্য, মাঝে রোহিত-বিরাটদের ওয়ানডে থেকে সরানো নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে ব্যাট হাতে সব প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁরা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁদের খেলা নিয়ে কোনও সংশয় নেই। ততদিন কি অপেক্ষা করতে হবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা হয়েছে।
  • তাতে বাদ পড়েছেন রুতুরাজ গায়কোয়াড়। আবার গুচ্ছ গুচ্ছ প্রশ্ন।
  • ঠিক কী করলে জাতীয় দলে ফিরতে পারবেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক? রবিচন্দ্রন অশ্বিন আপাতত একটাই রাস্তা দেখছেন।
Advertisement