সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠ, পছন্দসই পিচ, অল্প রানের লক্ষ্য। তারপরও কেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছে টিম ইন্ডিয়া? গৌতম গম্ভীরের মত, ইডেন গার্ডেন্সের টার্নিং পিচে রান করার মতো মানসিক দৃঢ়তা ছিল না। তবে বিশেষজ্ঞদের অনেকেরই মত, দলে কে কোথায় খেলবে, সেটাই নিশ্চিত নয়। যেমন তিন নম্বর পজিশন। সাই সুদর্শন ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে ভারত হারছে, কেরিয়ারে অশনি সংকেত দু'জনেরই। গম্ভীরকে সেই বিষয়কে সতর্ক করছেন ভারতের 'এককালের ভরসার মুখ' অজিঙ্ক রাহানে।
ভারতীয় ব্যাটিংয়ের তিন নম্বরে কখনও সাই সুদর্শন, কখনও ওয়াশিংটন সুন্দর খেলছেন। আবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগ পাচ্ছেন না অভিমন্যু ঈশ্বরণ বা সরফরাজ খান। ফলে একটা অনিশ্চিয়তা চলছেই। অশ্বিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে রাহানে বলেন, "আমি একজনের নাম করব। সাই সুদর্শন। যখন আপনি ৩ নম্বরে ব্যাট করেন, তখন আলাদা দক্ষতার প্রয়োজন। ৬ বা ৭ নম্বরে ব্যাট করার জন্য আলাদা দক্ষতার প্রয়োজন হয়। ওয়াশিংটন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু ৩ নম্বরে ব্যাট করতে যাওয়া ওর জন্যও বিভ্রান্তিকর হতে পারে। ও নিশ্চয়ই ভাবছে, 'আমি কীভাবে মানিয়ে নেব?' আমার বিশ্বাস, ওয়াশিংটন বোলিং অলরাউন্ডার।"
রাহানের সংযোজন, "যদি কাউকে তিন নম্বরে ব্যাট করতে হয়, তাহলে আলাদা করে প্রস্তুতি নিতে হয়। সময় দিতে হয়। ওয়াশি হোক বা সাই, যেই খেলুক না কেন, তাকে সমর্থন জোগাতে হবে। যদি সাইকেই ৩ নম্বরে দীর্ঘসময় খেলাতে হয়, তাহলে তাকে সময় দেওয়া উচিত। একই ঘটনা ওয়াশির ক্ষেত্রেও প্রযোজ্য।" তারপরই রাহানে বলেন, "একজন ক্রিকেটারের কেরিয়ার বাজি রেখে এটা চলছে। আমাদের দেশের হয়ে খেলতে হয়। তাই একজনকে তিন নম্বরে খেলাতে হলে সময় দেওয়া উচিত।" পরের টেস্ট গুয়াহাটিতে। সেখানে গম্ভীর কাকে তিন নম্বরে খেলান, সেটাই দেখার।
