সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচ। সেই হাড্ডাহাড্ডি টক্করের মধ্যেই রক্ত ঝরল রবীন্দ্র জাদেজার। তবে রক্তাক্ত অবস্থায় শুশ্রুষা তো দূর, আহত অবস্থাতেই বেশ খানিকক্ষণ বল করলেন জাড্ডু। পেলেন উইকেটও। উল্লেখ্য, সেমিফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
ঠিক কী ঘটেছে মঙ্গলবার ম্যাচ চলাকালীন? ১৯ তম ওভারে বল করতে আসেন জাদেজা। তাঁর বাঁহাতে সাদা রঙের টেপ লাগানো ছিল। তার আগেও অবশ্য দুই ওভার বল করে ফেলেছেন তারকা স্পিনার। তৃতীয় ওভার বল করতে আসার আগে সম্ভবত তাঁর হাতে আঘাত লেগেছিল। সেকারণেই সাদা টেপ হাতে জড়িয়ে বল করতে আসেন জাড্ডু।
কিন্তু ওভার শুরুর আগেই আম্পায়ার আপত্তি জানান। মাঠে ছিলেন ইংরেজ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। তিনি জানিয়ে দেন, টেপ খুলে তবেই বল করতে হবে জাদেজাকে। আম্পায়ারের সঙ্গে কথা বলতে আসেন অধিনায়ক রোহিত শর্মাও। কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত জাদেজাকে বাঁহাতের টেপ খুলতে হয়। বিরাট কোহলি এসে টেপ খুলতে সাহায্য করেন জাদেজাকে। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, হাতে টেপ নিয়ে বোলিং করা যায় না।
টেপ খুলে ফেলেই বোলিং শুরু করেন জাদেজা। পরের ডেলিভারিতেই দেখা যায়, রক্ত ঝরছে তারকা স্পিনারের আঙুল থেকে। যেহেতু চোট পেলেও টেপ লাগানোর অনুমতি নেই, তাই বিনা শুশ্রুষাতেই বল করতে থাকেন জাদেজা। তবে চার ওভার পরেই উইকেট পেয়েছেন তিনি। প্রসঙ্গত, এদিন ম্যাচ খেলতে নেমে একের পর এক ভারতীয় ক্রিকেটার চোট পেয়েছেন। বিরাট থেকে মহম্মদ শামি, অক্ষর প্যাটেল-সকলেই চোটের কারণে মাঠের বাইরে যেতে বাধ্য হয়েছেন।