সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শেষ। কিন্তু বৈভব সূর্যবংশীর জাদু শেষ হয়নি। এবার হাঁকাল ১৯০ রান। অল্পের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া হল ১৪ বছরের বিস্ময় প্রতিভার। সামনেই ইংল্যান্ড সফর রয়েছে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের। তার আগে এই বিধ্বংসী ইনিংস নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বৈভবকে।
জানা যাচ্ছে, বেঙ্গালুরুতে ভারতের অনূর্ধ্ব-১৯ শিবিরে ব্যাট হাতে এই তাণ্ডব চালায় বৈভব। জার্সি বদল হলেও তার পারফরম্যান্সে কোনও বদল নেই। সেখানে নিজেদের মধ্যে একটি ম্যাচে ৯০ বলে ১৯০ রান করে সে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে চার-ছক্কার ঝড় তোলে। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড রয়েছে। এবার অল্পের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া হল।
সামনেই অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফর। ২৪ জুন থেকে শুরু হবে সেই সিরিজ। যেখানে নেতৃত্ব দেবে আরেক প্রতিভা আয়ুষ মাত্রে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিজেকে প্রমাণ করেছে ১৭ বছর বয়সি ব্যাটার। ইংল্যান্ডে ভারতীয় দল পাঁচটি ওয়ানডে খেলবে। এছাড়া দুটি চারদিনের ম্যাচ খেলবে। তার আগে বৈভবের কাণ্ডকারখানা দেখে ফের মুগ্ধ নেটিজেনরা। অনেকের তো দাবি, এখনই তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত।
ইংল্যান্ড সিরিজ নিয়ে বৈভব বলেছিল, “প্রথমবার ইংল্যান্ড যাচ্ছি। নতুন প্রতিযোগিতা। নতুন অভিজ্ঞতা। প্রস্তুতি ভালোই নিচ্ছি। ওখান থেকে সিরিজ জিতেই ফিরতে চাই।” সেই প্রস্তুতি যে ভালোভাবেই চলছে, তা ৯০ বলে ১৯০ রানের ইনিংসেই প্রমাণিত। উল্লেখ্য, ১৩ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে নজরে এসেছিল বৈভব। পরে তাকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনে নেয় রাজস্থান। আইপিএলে ৭ ম্যাচে করে ২৫২ রান। ২০৭ স্ট্রাইক রেট নিয়ে সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন জেতে বৈভব।
