সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ মে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই ফের দুঃসংবাদ ভারতের ক্রিকেট ভক্তদের জন্য। সোমবার সকালে আচমকাই লাল বলের ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলি। যদিও জানা যাচ্ছে, রোহিতের সঙ্গেই অবসর নিতে চেয়েছিলেন কোহলি। কিন্তু অপারেশন সিঁদুরের জন্যই সেদিন সেটা হয়নি।
পহেলগাঁও জঙ্গিহানার পালটা হিসেবে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। সেটাও ঘটেছিল ৭ মে। সেদিন সন্ধ্যায় ইনস্টাগ্রামে ছোট্ট একটি বার্তা দিয়ে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। শোনা যায়, ইংল্যান্ড সফরে বাদ পড়ার সম্ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেন হিটম্যান। সে যাই হোক না, সাদা জার্সিতে তাঁর অভাব অপূরণীয়।
তার পরপরই জল্পনা ছড়ায়, একইভাবে কোহলিও অবসর নিতে পারেন। বিসিসিআই থেকে নাকি চেষ্টাও করা হয়েছিল তাঁর মত বদলানোর। সোমবার সকালে টেস্ট থেকে অবসর নেন কোহলি। ১০ মে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হয়। আর ১২ মে অবসর নেন কোহলি।
সেই প্রসঙ্গে বোর্ডের এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন যে কোহলিকে "পরামর্শ দেওয়া হয়ে অপেক্ষা করতে। যেহেতু অপারেশন সিঁদুর ও দু'পক্ষের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে, তাই টেস্ট অবসরের খবর প্রকাশ্যে আনার আগে কিছুদিন অপেক্ষা করে যাও।" সেটা অবশ্য কার্যকর হয়নি। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কুড়ি-কুড়ি ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন দুই কিংবদন্তি। টেস্টেও সেটাই ঘটতে পারত। কিন্তু হঠাৎ কেন অবসর নিলেন কোহলি? উঠছে সেই প্রশ্নও। কোচ গম্ভীরের সঙ্গে 'অশান্তি', নাকি অফ ফর্ম? অনেক জল্পনারই কিন্তু উত্তর মেলেনি।
