shono
Advertisement
Rishabh Pant

ফিরছেন গিল, বাদ পন্থ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দলেও ফিরতে পারেন 'অবাধ্য ছেলে'

ওয়ানডে দলে একাধিক বদল আসার সম্ভাবনা, সেঞ্চুরি করার পরও বাদ পড়তে হতে পারে তরুণ তারকাকে।
Published By: Subhajit MandalPosted: 11:07 AM Dec 28, 2025Updated: 11:07 AM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করলেও ওয়ানডে দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই। প্রাথমিকভাবে নতুন বছর পড়ার আগে দল ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে কিছুটা পরিকল্পনা বদল হয়েছে। সূত্রের খবর, ওয়ানডে দল নির্বাচনের আগে বিজয় হাজারে ট্রফির আরও দু-এক রাউন্ড দেখে নিতে চায় নির্বাচকমণ্ডলী। সূত্রের খবর, আগামী ২ থেকে ৪ জানুয়ারির মধ্যে দল ঘোষণা হতে পারে।

Advertisement

এবার ভারতীয় ওয়ানডে দলেও একাধিক বদল আসার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রথমত চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন অধিনায়ক শুভমান গিল। তাঁর অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। গিল ফেরার অর্থ সেঞ্চুরি করার পরও বসতে হতে পারে যশস্বী জয়সওয়াল বা রুতুরাজ গায়কোয়াড়কে। গিল ফিরলেও শ্রেয়স আইয়ারের এই সিরিজে প্রত্যাবর্তনের সম্ভাবনা কম।

এদিকে ওয়ানডে দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে এতদিন খেলতেন ঋষভ পন্থ। খেলতেন বলা ভুল হবে, দলে থাকতেন পন্থ। শেষবার তিনি খেলেছিলেন ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তারপর গত এক বছর একটিও ওয়ানডে ম্যাচ খেলেননি। দক্ষিণ আফ্রিকা সিরিজেও দলে ছিলেন। কিন্তু কোনও ম্যাচ খেলেননি। এবার পন্থকে ছেঁটে ফেলতে পারে বিসিসিআই। বদলে দলে ঢুকতে পারেন ভারতীয় ক্রিকেটে অবাধ্য ছেলে হিসাবে পরিচিত ঈশান কিষান। ঈশান ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে টি-২০ দলে ঢুকেছেন। শোনা যাচ্ছে, এবার তিনি ফিরতে পারেন ওয়ানডে দলেও।

আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজে ফের জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর কথা বিরাট কোহলি ও রোহিত শর্মার। বোলিং বিভাগে বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই। তবে মহম্মদ সিরাজকে দলে ফেরানো হয় কিনা, সেদিকে নজর থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করলেও ওয়ানডে দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই।
  • প্রাথমিকভাবে নতুন বছর পড়ার আগে দল ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে কিছুটা পরিকল্পনা বদল হয়েছে।
  • সূত্রের খবর, ওয়ানডে দল নির্বাচনের আগে বিজয় হাজারে ট্রফির আরও দু-এক রাউন্ড দেখে নিতে চায় নির্বাচকমণ্ডলী।
Advertisement