সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের হয়ে বিশ্বকাপ জিতব। দু'জনের চোখেই একরাশ স্বপ্ন ছিল। সেজন্য় প্রাণপণ চেষ্টা-পরিশ্রম করেছেন। নিজের ১০০ শতাংশ দিতে কার্পণ্য করেননি। কিন্ত শেষ পর্যন্ত স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তাঁদের নামের পাশে 'বিশ্বচ্যাম্পিয়ন' লেখা হয়নি। তবুও হরমনপ্রীত কৌরদের জয়ে তাঁদের চোখের কোনা চিকচিক করেছে। শেফালিদের সাফল্যকেই নিজের জয় হিসাবে উদযাপন করেছেন।
দু'জনের নাম রোহিত শর্মা (Rohit Sharma) এবং প্রতীকা রাওয়াল। প্রথমজন ভারতীয় দলের সদ্যপ্রাক্তন অধিনায়ক। ২০২৩ সালে ঘরের মাঠে তাঁরই নেতৃত্বে বিশ্বকাপ খেলতে নেমেছিল মেন ইন ব্লু। গোটা টুর্নামেন্টজুড়ে স্বপ্নের দৌড় ছিল ভারতীয় দলের। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল-প্রতিপক্ষকে একেবার দুরমুশ করে দিতেন বিরাট কোহলিরা। ফাইনালেও সকলে ধরে নিয়েছিলেন, কাপ উঠবে রোহিতের হাতে। কিন্তু অজি ব্রিগেডের সামনে ছারখার হয়ে যায় ভারতের ট্রফি স্বপ্ন।
অন্যদিকে প্রতীকা ব্যাটে ভর করে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে ভারত। মরণবাঁচন ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন। কিন্তু জীবনের প্রথম বিশ্বকাপ (ICC Women's World Cup) সেঞ্চুরি হাঁকানোর ম্যাচেই ফিল্ডিং করতে গিয়ে বিশ্রীভাবে চোট পান। বিশ্বকাপ জেতার স্বপ্ন ওখানেই শেষ হয়ে যায়। প্রতীকার পরিবর্তে দলে আসেন শেফালি ভার্মা। মাঠের বাইরে থেকেই দলকে সমর্থন করেছেন প্রতীকা। তাঁর গলায় আর ঝুলল না বিশ্বজয়ীর মেডেল।
কিন্তু রবিবারের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হাজির ছিলেন রোহিত-প্রতীকা। নিজেরা চ্যাম্পিয়ন না হলেও দীপ্তি শর্মাদের জয়েই আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা। দর্শকাসনে কাঁদছেন রোহিত, উপরদিকে তাকিয়ে ধন্যবাদ দিচ্ছেন সর্বশক্তিমানকে-সেই দৃশ্য় নেটদুনিয়ায় ভাইরাল। অন্যদিকে, জেমাইমারা অবশ্য হুইলচেয়ারে বসা প্রতীকাকে মাঠে নিয়ে এসেছিলেন, তাঁকে ঘিরেই উৎসবে মেতেছিলেন। নিজেরা না জিতলেও, সতীর্থদের হাত ধরে ক্রিকেটপ্রেমীদের মননে চ্যাম্পিয়ন হয়ে রইবেন রোহিত-প্রতীকা।
