shono
Advertisement
Rohit Sharma

লক্ষ্য প্লে অফ, আজ নামছে রো-কো, দলকে টানবেন 'বুড়ো ঘোড়া'রাই?

দারুণ ফর্মে রয়েছেন বিরাট-রোহিত দু'জনেই।
Published By: Anwesha AdhikaryPosted: 12:49 PM Apr 27, 2025Updated: 12:49 PM Apr 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দিনে মাঠে নামছেন রো-কো, অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দারুণ ফর্মে রয়েছেন দুই 'বুড়ো ঘোড়া'ই। নিজেদের আগের ম্যাচে দু'জনেই হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রবিবার তাঁদের লক্ষ্য, ম্যাচ জিতে প্লে অফের জায়গা পাকা করে ফেলা।

Advertisement

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। দু'টো দলেরই এই মুহূর্তে ৯ ম্যাচে ১০ পয়েন্ট। চলতি মাসের শুরুতে লখনউয়ে গিয়ে হারতে হয়েছিল মুম্বইকে। শুধু তাই নয়, সে দিন তিলক ভার্মকে 'রিটায়ার্ড আউট' করা নিয়েও বিতর্কে জড়িয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে সে সব এখন অতীত। বরং টানা চার জয়ের আত্মবিশ্বাসে রীতিমতো ফুটছে মুম্বই। সবচেয়ে বড় বদলটা হয়েছে দলের এক নম্বর তারকা রোহিত শর্মর ফর্মে। শেষ দু'ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ৭৬ ন:আ: এবং ৭০। ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে বদলার ম্যাচে সেটাই শক্তি বাড়াচ্ছে মুম্বইয়ের।

রবিবার রাতে আইপিএল দেখবে দুই বন্ধুর দ্বৈরথ। গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস এবং তিন নম্বরে থাকা রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে যেমন ক্রিকেটপ্রেমীরা বিরাট কোহলি বনাম কেএল রাহুলের দ্বৈরথ দেখার জন্য উন্মুখ হয়ে থাকবেন, তেমনই উন্মুখ হয়ে থাকবেন দুই অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডের লড়াই দেখার জন্যও। পরিস্থিতি এবং পারফরম্যান্স বলছে, দু'টি দলই প্লে-অফে ওঠার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে। এই ম্যাচ যারা জিতবে, তারা নকআউটে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করবে। বেঙ্গালুরু জয়ের জন্য তাকিয়ে আছে বিরাটের দিকে। এবার লিগে ন 'ম্যাচে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন বেঙ্গালুরুর প্রাত্তন অধিনায়ক। পারফরম্যান্সই বলে দিচ্ছে তিনি দুরন্ত ছন্দে আছেন। বেঙ্গালুরুর শেষ ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। দলের ব্যাটিং বিভাগের প্রধান ভরসা বিরাটই, তা না বললেও চলে।

উল্টোদিকে, দিল্লির হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন রাহুল। দিল্লির হয়ে শেষ ম্যাচে তিনিও অপরাজিত হাফ সেঞ্চুরি করেছেন। ফলে বেঙ্গালুরুর যদি বিরাট থাকে, তা হলে দিল্লির রয়েছেন রাহুল। এছাড়াও দিল্লিকে ভরসা দিচ্ছেন বাংলার দুই ক্রিকেটার অভিষেক পোড়েল এবং মুকেশ কুমার। বোলিং বিভাগে আরসিবির অস্ত্র যদি হ্যাজেলউড হন, তা হলে ভরসা অবশ্যই স্টার্ক। স্পিন বোলিংয়ের ক্ষেত্রে দিল্লির কুলদীপ যাদব, অধিনায়ক অক্ষর প্যাটেল দলকে ভরসা দিচ্ছেন। তবে আইপিএলের অঙ্ক ছাপিয়েও ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে থাকবেন, রো-কো জুটি কেমন পারফর্ম করেন সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। দু'টো দলেরই এই মুহূর্তে ৯ ম্যাচে ১০ পয়েন্ট।
  • রবিবার রাতে আইপিএল দেখবে দুই বন্ধুর দ্বৈরথ। গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস এবং তিন নম্বরে থাকা রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
  • দিল্লির হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন রাহুল। দিল্লির হয়ে শেষ ম্যাচে তিনিও অপরাজিত হাফ সেঞ্চুরি করেছেন।
Advertisement