সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ৭৬ রানের ইনিংস কেরিয়ারে নতুন লাইফলাইন দিয়ে গেল রোহিত শর্মাকে। ওই ইনিংস এবং দেশকে আইসিসি ট্রফি দেওয়ার প্রভাব এতটাই সুদূরপ্রসারী যে, টেস্টে ধারাবাহিক ব্যর্থতা উপেক্ষা করেও রোহিতকেই নেতা হিসাবে বেছে নিতে চলেছে ভারতীয় বোর্ড। এমনটাই দাবি পিটিআই সূত্রে। অন্য একটি সূত্র অবশ্য সে কথা বলছে না। ওই সূত্রের দাবি, বোর্ড যা-ই সিদ্ধান্ত নিক, রোহিত সম্ভবত নিজেই ইংল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন।

সংবাদসংস্থার দাবি, নির্বাচকপ্রধান অজিত আগরকর এবং বোর্ড কর্তারা ঠিক করে ফেলেছেন জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ যে টেস্ট সিরিজে ভারতীয় দল নামতে চলেছে, তাতে নেতা হিসাবে বাছা হবে রোহিতকেই। দল নির্বাচন নিয়ে বিসিসিআই এখনই তাড়াহুড়ো করতে চাইছে না। বোর্ড কর্তারা মনে করছেন, দল ঘোষণার আগে হাতে বহু সময় আছে। আইপিএলের শেষ সপ্তাহে সম্ভাব্য দল নিয়ে বড় কোনও ইঙ্গিত দিতে পারেন আগরকর। বোর্ড চাইছে রোহিতের নেতৃত্বে দল পাঠাতে। কিন্তু খারাপ ফর্মের জন্য ভারত অধিনায়ক নিজেই নিজেকে সরিয়ে নিতেন পারে বলে সূত্রের দাবি।
লাল বলের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম জঘন্য। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৬৪ রান। ফর্ম এতটাই খারাপ যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। স্বাভাবিকভাবেই ফের তাঁর হাতে নেতৃত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়ে বোর্ডের অন্দরে বিস্তর দ্বিমত ছিল। তবে সব দ্বিমত কাটিয়ে হিটম্যানকেই নেতা বাছতে চলেছে বোর্ড। তার একাধিক কারণও রয়েছে। আসলে বোর্ড কর্তাদের হাতে এই মুহূর্তে বিশেষ বিকল্প নেই। জসপ্রীত বুমরাহর ফিটনেস একটা বড় প্রশ্ন। বুমরাহ ভারতের এক নম্বর বোলার। তাঁর ফিটনেসের সমস্যা। এই পরিস্থিতিতে অধিনায়কত্বের অতিরিক্ত বোঝা তাঁর উপর চাপাতে চাইছে না বোর্ড।
তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ও রোহিতের নেতৃত্বের দাবিকে অনেকটা জোরাল করেছে। আরও একবার প্রতিষ্ঠিত হয়েছে, টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে অবিসংবাদী নেতা রোহিতই। ফলে টেস্টে তাঁকে সরিয়ে দিলে ভুল বার্তা যেতে পারে বলে মনে করছেন নির্বাচকরা। যদিও সবটাই এখন নির্ভর করছে রোহিতের নিজের উপর। তিনি কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।