shono
Advertisement
S Sreesanth

সঞ্জুর পাশে দাঁড়াতেই বিতর্ক! শ্রীসন্থকে শোকজ কেরল ক্রিকেট সংস্থার! পালটা তোপ তারকার

কেরল ক্রিকেট সংস্থা গড়াপেটার প্রসঙ্গ উসকে দিতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন প্রাক্তন ভারতীয় পেসার।
Published By: Sulaya SinghaPosted: 01:57 PM Feb 08, 2025Updated: 01:57 PM Feb 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসঙ্গ সঞ্জু স্যামসাংকে সমর্থন। আর তা ঘিরেই বাকবিতণ্ডায় জড়ালেন এস শ্রীসন্থ এবং কেরল ক্রিকেট সংস্থা (KCA)। 'বচসা' এত দূর গড়াল যে বিশ্বজয়ী ভারতীয় দলের পেসারকে শোকজ নোটিস ধরায় কেসিএ! যা নিয়ে এবার পালটা আক্রমণ শানালেন শ্রীসন্থ।

Advertisement

বিষয়টা ঠিক কী? আসলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে সুযোগ পাননি সঞ্জু। ভালো পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে বারবার ব্রাত্য তিনি। এমনকী বিজয় হাজারে ট্রফি থেকে সঞ্জুকে বাদ দিয়েছিল কেরলও। যা নিয়ে ক্ষোভ উগরে দেন শ্রীসন্থ। কিন্তু ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের পাশে দাঁড়াতেই তোপ দাগে কেসিএ। তাদের দাবি, সঞ্জু নিয়ে সঠিক কথা বলছেন না শ্রীসন্থ। আর সেই কারণেই তাঁকে শোকজ নোটিস পাঠায় সংস্থা।

কেরল ক্রিকেট সংস্থার টি-২০ লিগে কোলাম সেলর্সের অন্যতম মালিক শ্রীসন্থ। ফলে কোনও ক্রিকেটারের হয়ে সরব হওয়া শ্রীসন্থের উচিত নয় বলে মত কেসিএ-র। তাদের বক্তব্য, “গড়াপেটার অভিযোগে শ্রীসন্থ জেলে থাকাকালীন কেরল ক্রিকেট সংস্থা তাঁর পাশে ছিল। তাঁর সঙ্গে দেখাও করতে গিয়েছিলাম আমরা। পরে আদালতের রায়ে তিনি মুক্তি পান। কিন্তু কোনও ক্রিকেটারের হয়ে কথা বলা উচিত নয় শ্রীসন্থের।” কেরল ক্রিকেট সংস্থা গড়াপেটার প্রসঙ্গ উসকে দিতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন প্রাক্তন ভারতীয় তারকা। বলেন, ভিনরাজ্য থেকে ক্রিকেটার এনে খেলায় কেরল। এটা রাজ্যের ক্রিকেটারদের জন্য লজ্জার। আন্তর্জাতিক ক্রিকেটার একমাত্র সঞ্জু। যারা জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখে, কেরল ক্রিকেটের বদান্যতায় তারা সঠিক সুযোগ পাচ্ছে না। এরপরই যোগ করেন, "আমাকে অপমানজনক মন্তব্য করে বিবৃতি দেওয়া হয়েছে। এদের জবাবদিহি করতে হবে।"

উল্লেখ্য, ২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল শ্রীসন্থকে। তাঁকে সারা জীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। পরে এই মামলায় কেরলের পেসারকে নির্দোষ বলে মুক্তি দেয় সুপ্রিম কোর্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে সুযোগ পাননি সঞ্জু।
  • ভালো পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে বারবার ব্রাত্য তিনি।
  • এমনকী বিজয় হাজারে ট্রফি থেকে সঞ্জুকে বাদ দিয়েছিল কেরলও। যা নিয়ে ক্ষোভ উগরে দেন শ্রীসন্থ।
Advertisement