shono
Advertisement
Jasprit Bumrah

'ক্রিকেটে এরকম ঘটেই', বুমরাহ বিতর্কে ভুল স্বীকার করেও মচকাতে রাজি নন 'উদ্ধত' কনস্টাস

সিডনি টেস্টের শেষ বলে বুমরাহর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন তরুণ অজি ব্যাটার।
Published By: Arpan DasPosted: 07:07 PM Jan 07, 2025Updated: 07:07 PM Jan 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনি টেস্টের প্রথম দিনের শেষে ঝামেলা বেঁধেছিল জশপ্রীত বুমরাহ ও স্যাম কনস্টাসের মধ্যে। সাধারণত, মাঠের মধ্যে খুব একটা উত্তেজিত হন না বুমরাহ। কিন্তু সিডনির ঘটনায় তাঁকে ক্ষিপ্ত হতে দেখে কিছুটা বিস্মিত হয়েছিল ক্রিকেট দুনিয়া। এবার সেই ঘটনায় ভুল স্বীকার করলেন কনস্টাস।

Advertisement

বর্ডার গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। তার মধ্যে চর্চায় কনস্টাস। মেলবোর্নেই অভিষেক ঘটে ১৯ বছর বয়সি ওপেনারের। শুধু ব্যাট হাতে রান করেননি, সেই সঙ্গে মাঠের মধ্যে একাধিকবার বিতর্কে জড়িয়ে কনস্টাসের নাম শিরোনামে এসেছে। অবশেষে সিডনির ঘটনার জেরে ভুল স্বীকার করলেন তিনি।

কনস্টাসের বক্তব্য, "আমি হঠাৎ করেই কিছুটা ঘেঁটে গিয়েছিলাম। উসমান খোয়াজা আউট হওয়ার আগে আমি ভেবেছিলাম সময় চুরি করে নিতে। কিন্তু ওটা আমারই ভুল ছিল। ক্রিকেটে এরকম ঘটেই।" তবে বুমরাহর প্রশংসাও করছেন তিনি। সেই সঙ্গে কনস্টাসের বক্তব্য, "মাঠের মধ্যে যাই হোক না কেন, আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তাতে বিপক্ষের উপর চাপও দেওয়া যায়।"

ঠিক কী ঘটেছিল সিডনিতে? প্রথম দিনের শেষ বলে বুমরাহ রান আপ শুরু করার পর বুঝতে পারেন খোয়াজা তৈরিই নয়। বাধ্য হয়েই তাঁকে থেমে যেতে হয়। কনস্টাসও থামতে বলেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেন বুমরাহ, ‘তোমার সমস্যা কোথায়?’ তারপর উসমান খোয়াজাকে ফিরিয়ে স্যাম কনস্টাসের দিকে রীতিমতো তেড়ে যান ভারতের তারকা পেসার। যদিও দুজনে মুখোমুখি হওয়ার আগেই মাঠের আম্পায়ার তাঁদের থামিয়ে দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিডনি টেস্টের প্রথম দিনের শেষে ঝামেলা লেগেছিল জশপ্রীত বুমরাহ ও স্যাম কনস্টাসের মধ্যে।
  • সাধারণত, মাঠের মধ্যে খুব একটা উত্তেজিত হন না বুমরাহ।
  • কিন্তু সিডনির ঘটনায় তাঁকে ক্ষিপ্ত হতে দেখে কিছুটা বিস্মিত হয়েছিল ক্রিকেট দুনিয়া। এবার সেই ঘটনায় ভুল স্বীকার করলেন কনস্টাস।
Advertisement