সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে আর দেখা যাবে না দ্রে-রাস ঝড়। কোটি টাকার লিগ থেকে অবসর ঘোষণা করে দিলেন আন্দ্রে রাসেল। আসন্ন মিনি নিলামে তাঁকে দেখা যাবে না। কিন্তু আচমকা কেন সরে দাঁড়ালেন? নিলামে তো তাঁকে নিয়ে ঝড় উঠতই! কারণ হিসেবে রাসেল জানালেন, অন্য কোনও দলের জার্সিতে নিজেকে অদ্ভুত লাগত। তাই অবসরের সিদ্ধান্ত। তবে সম্পর্ক ছিন্ন করছেন না কেকেআরের সঙ্গে। এবার তাঁকে দেখা যাবে 'পাওয়ার কোচ' হিসেবে। দ্রে রাসের বক্তব্যকে সমর্থন জানিয়ে নয়া দায়িত্বে স্বাগত জানালেন নাইট মালিক শাহরুখ খান।
অবসরের কারণ নিয়ে দ্রে রাস বলেন, "আমি এমন একটা পরিস্থিতিতে অবসর নিতে চেয়েছিলাম, যেখানে লোকে বলবে আরও কয়েক বছর খেলতে পারত। কেউ প্রশ্ন তোলার আগে বিদায় নিতে চেয়েছিলাম। এখন তো ইনস্টাগ্রামের যুগ। সেখানে নিজেকে বিভিন্ন জার্সিতে দেখা যায়। অন্য জার্সিগুলোতে আমাকে অদ্ভুত দেখাচ্ছিল। আমি অনেক রাত ঘুমোতে পারিনি। নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর ও শাহরুখ খানের সঙ্গে কথা হয়। পাওয়ার কোচ নামটা ভেঙ্কির দেওয়া। কারণ আমি যেভাবে পাওয়ার দিয়ে খেলতাম, সেটার ব্যাখ্যা হতে পারে এই নামটা।"
রাসেলের ওই বার্তার উত্তরে নাইটদের মালিক শাহরুখ খান লিখেছেন, 'দারুণ স্মৃতি উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আন্দ্রে। নাইটকে আমাদের বর্মেই মানায়। তোমার অবদান ইতিহাসে লেখা থাকবে। এবার তোমার নতুন অভিযান শুরু হচ্ছে। তোমার শক্তি ও প্রতিভা এবার বেগুনি-সোনালি জার্সিধারীদের মধ্যে ছড়িয়ে দাও। আর হ্যাঁ, অন্যদলের জার্সি সত্যিই তোমার গায়ে মানাত না। আজীবন তুমি মাসল রাসেল থাকবে।'
এই মরশুমে কেকেআরের রিটেনশন তালিকায় আন্দ্রে রাসেলের নাম না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। আসলে কলকাতা নাইট রাইডার্সের নানা সুখ-দুঃখের সাথী আন্দ্রে রাসেল। ২২ গজে ঝড় তুলে জিতিয়েছেন বহু ম্যাচ। তিনবার কেকেআরের জার্সিতে জিতেছেন আইপিএল। সেই ‘রাসেলম্যানিয়া’ আর নাইট জার্সিতে দেখা যাবে না, ভেবে কষ্ট পেয়েছিলেন বহু নাইট ভক্ত। কিন্তু সেই দুঃখ কিছুটা লাঘব হতে চলেছে। আইপিএলে কোনও দলের হয়েই আর খেলবেন না ক্যারিবিয়ান দৈত্য। বরং তিনি যোগ দেবেন নাইটদের সাপোর্ট স্টাফ হিসাবেই।
