সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগুনে ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। মাঝের সারিতে ভরসা দিচ্ছেন তিনি। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে চার নম্বরে কে নামবেন, সেই সমস্যার সমাধানও যেন শ্রেয়সের ব্যাট থেকে এসে গিয়েছে। এবার বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফিরতে পারেন তিনি।
৪ ম্যাচে ১৯৫ রান হয়ে গিয়েছে শ্রেয়সের। গড় ৪৮.৭৫। যার মধ্যে আছে দুটো হাফসেঞ্চুরি। ভারতীয় দল যখনই সমস্যায় পড়েছে, তখন ভরসা জুগিয়েছেন শ্রেয়স। অথচ প্রত্যাবর্তনের কাজটা সহজ ছিল না। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। ২০২৪-র চুক্তি নবীকরণের সময়ে বাদ পড়েছিলেন ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। বোর্ডের নির্দেশকে উপেক্ষা করে ঘরোয়া ক্রিকেট না খেলায় কিষান ও আইয়ারের উপরে সন্তুষ্ট ছিল না বিসিসিআই।
তারপর শ্রেয়স আইপিএল খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ফিরে ভালো পারফর্ম করেছেন। মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট জিতেছেন। ভারতীয় দলে প্রত্যাবর্তনেও আগুনে ফর্ম বজায় রেখেছেন। সেই জায়গা থেকে জাতীয় দলে ধারেকাছেও ফিরতে পারেননি ঈশান কিষান।
অবশ্য শুধু জাতীয় দলের হয়ে নয়, আইপিএলেও ভাগ্য ফিরেছে শ্রেয়সের। নাইট রাইডার্স তাঁকে দলে না রাখলেও ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। এমনকী তাঁকে অধিনায়কও করেছে প্রীতি জিন্টার দল। এবার কেন্দ্রীয় চুক্তিতেও ফিরতে পারেন শ্রেয়স। সাধারণত আইপিএলের আগেই বোর্ড কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম ঘোষণা করে দেয়। কিন্তু বিসিসিআই দেখতে চায়, অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর কীভাবে দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়ায়।
