সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বার। আবারও তীরে এসে তরী ডুবল শ্রেয়স আইয়ারের দলের। ফাইনালে পরাস্ত হয়ে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। স্বাভাবিকভাবেই মন খারাপ অধিনায়ক শ্রেয়সের।
গত ৩ জুন আইপিএল ফাইনালে আরসিবির মুখোমুখি হয়েছিল শ্রেয়সের পাঞ্জাব কিংস। যেখানে কোহলির দলের কাছে হারে প্রীতির পাঞ্জাব। তার ১০দিন কাটতে না কাটতেই এবার মুম্বই টি-টোয়েন্টি লিগেও একই ফল। ঘুরল না তারকার ভাগ্যের চাকা। তাঁর দল মুম্বই ফ্যালকন্সকে ৫ উইকেটে হারায় মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস। প্রথমে ব্যাট করে ১৫৭ রান তোলে ফ্যালকন্স। হাফ সেঞ্চুরি হাঁকান ময়ূরেশ। হর্ষ আগভ করেন ৪৫ রান। তবে ব্যাট হাতে ব্যর্থ হন শ্রেয়স। কেকেআরের প্রাক্তন অধিয়ানক ১৭ বলে ১২ রান করে ফেরেন প্যাভিলিয়নে। হতাশ করেন কলকাতা নাইট রাইডার্সের আরেক তারকা অঙ্গকৃশ রঘুবংশীও। ১২ বলে ৭রানে আউট হন তিনি।
সেই রান তাড়া করতে নেমে চিন্ময় রাজেশ সুতার এবং আওয়িস খান নওসাদ যথাক্রমে ৫৩ এবং ৩৮ রান করেন। তাঁদের রানে ভর করেই জয়ের কাছাকাছি পৌঁছে যায় মারাঠা রয়্য়ালস। ৪ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় দল। তবে দলের হারের জন্য কোনও একজনের উপর দায় চাপাতে রাজি নন শ্রেয়স। ম্যাচ শেষে তিনি সাফ জানান, "কোনও একজন বা একটা বিষয়কে এই ফলাফলের জন্য দায়ী করতে চাই না। টুর্নামেন্টে ছেলেরা ভালোই পারফর্ম করেছে। ফাইনালে পৌঁছনোর পর একটা ম্যাচে হেরেছি। একটা ম্যাচে হারের জন্য শুধু একজনকে দোষ দেওয়া যায় না। সেটা পিঠে ছুরি মারা হবে। সেটা আমার পছন্দ নয়।" এরপরই যোগ করেন, "ফাইনালে হারতে মন তো খারাপ হবেই। কিন্তু আমরা অনেককিছু শিখেছি। আগামী বছর আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে ফিরব।"
