সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে পাঁচ-পাঁচটা সেঞ্চুরি করেও ম্যাচ জিততে পারেনি ভারত। যার জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে খারাপ ফিল্ডিং ও বোলিং ব্যর্থতা। জশপ্রীত বুমরাহ প্রথম ইনিংসে ৫ উইকেট তুললেও ব্যর্থ হয়েছেন মহম্মদ সিরাজরা। সেক্ষেত্রে উপায় কী? ম্যাচের মাঝে অধিনায়ক শুভমান গিল সিরাজকে যে 'পরামর্শ' দিলেন, তা দেখে অসহায় হয়ে পড়ছেন ক্রিকেটভক্তরাও।
ঘটনাটি ঘটে ম্যাচের চতুর্থ ইনিংসে। ৩৭১ রান তাড়া করতে নেমে দুই ইংরেজ ওপেনারই জাঁকিয়ে বসেছেন। বেন ডাকেট ততক্ষণে হাফসেঞ্চুরি করে ফেলেছেন, সেই পথে হাঁটছেন জ্যাক ক্রলিও। বল করছিলেন মহম্মদ সিরাজ। সেই সময় যে বক্তব্য শোনা যায়, তাতে ভারতের ক্রিকেটভক্তরা একটু ধন্দেই পড়েছেন। শোনা যাচ্ছে, সিরাজকে উদ্দেশ্য করে বলা হয়, "সিরাজ ভাই, বিসমিল্লাহ বলে বল করো'। স্পষ্টতই সিরাজের ধর্মপরিচয়কে মাথায় রেখেই কথাটা বলা হয়েছে। নেটিজেনদের দাবি গলাটা শুভমান গিলের।
সমস্যা হল, এটা কি গিলের অসহায়তা? সিরাজের বোলিং ব্যর্থতা ও নেতৃত্বে পরিকল্পনার অভাব ঢাকতেই কি 'ঈশ্বরের' উপর বিশ্বাস রাখতে বলছেন গিল? দুই ইনিংস মিলিয়ে মহম্মদ সিরাজ ২, প্রসিদ্ধ কৃষ্ণ ৫, শার্দূল ঠাকুর ২ উইকেট পেয়েছেন। এখানেই শেষ নয়। পঞ্চম দিনে আশা করা হয়েছিল ভারতীয় পেস বিভাগ লড়াই দেবে। কিন্তু সেরকম কোনও লক্ষণ দেখা যায়নি। গিল অবশ্য তখনও আশা ছাড়েননি। স্টাম্প মাইকে ধরা পড়ে সেরকমই কথাবার্তা। একদিকে বল করছিলেন মহম্মদ সিরাজ ও অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণ। সেটা মাথায় রেখেই শোনা যায়, “একদিকে মহম্মদ আছে, অন্যদিকে কৃষ্ণ। দুজনেই ঝড় তুলে দেবে।” নেটিজেনদের দাবি, এটাও শুভমান গিলই বলেছেন।
