সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হওয়ার পর থেকে অসাধারণ ছন্দে রয়েছেন শুভমান গিল। পরপর দু'টি টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে দুর্দান্ত ২৬৯ রানের পর, দ্বিতীয় ইনিংসে করেছেন ১৬১। এমন অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারও পেলেন হাতেনাতে। এই প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ উঠে এসেছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। ক্রমতালিকায় অনেকটা এগিয়েছেন আকাশ দীপও।
২৫ বছর বয়সি এই ক্রিকেটার ১৫ ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে। এর আগে তিনি ছিলেন ২১ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৮০৭। অন্যদিকে, যশস্বী জয়সওয়াল রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৮। ঋষভ পন্থ আছেন আট নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭৯০। এর আগে ক্রমতালিকায় সপ্তম স্থানে ছিলেন পন্থ।
হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি অর্ধশতরান করলেও দু'টি টেস্টে বড় ইনিংস গড়তে ব্যর্থ হয়েছেন জো রুট। যার জেরে শীর্ষস্থান খোয়াতে হয়েছে তাঁকে। রুটকে টপকে শীর্ষে উঠে এসেছেন তাঁরই সতীর্থ হ্যারি ব্রুক। বার্মিংহামে একটি সেঞ্চুরি-সহ দু'টি টেস্ট মিলিয়ে ২৮০ রান করেছেন তিনি। তাছাড়াও র্যাঙ্কিংয়ে উত্থান ঘটেছে জেমি স্মিথের। ১৬ ধাপ উঠে এসে তিনি এখন আইসিসি'র ক্রমতালিকায় ১০ নম্বরে।
বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জশপ্রীত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৮৯৮। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে কাগিসো রাবাডা এবং প্যাট কামিন্স। এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ৮৪ থেকে ৪৫ নম্বরে উঠে এসেছেন আকাশ দীপ। দ্বিতীয় টেস্টে ৭ উইকেট নিয়ে ক্রমতালিকায় ২৮ থেকে ২২ নম্বরে উঠে এসেছেন মহম্মদ সিরাজ। অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন উইয়ান মুল্ডার। টেম্বা বাভুমার অনুপস্থিতিতে বুলাওয়েতে জিম্বাবোয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়েছেন উইয়ান মুল্ডার। এক ইনিংসে ৩৬৭ রানের ইনিংস অপরাজিত ইনিংস খেলার পর ৫৬ থেকে ২২ নম্বরে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। মেহেদি হাসান মিরাজ রয়েছেন দ্বিতীয় স্থানে।
