সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র মাসতিনেক আগেই কানাঘুষো ছড়িয়েছিল, তাঁদের সম্পর্ক নাকি চুকেবুকে গিয়েছে। ইনস্টাগ্রামে আর একে অপরকে ফলো করেন না। প্রেমের পথেও অন্যদিকে বাঁক নিয়েছেন তাঁরা। কিন্তু জুলাই মাসের ইংল্যান্ড অন্য গল্পের সাক্ষী থাকল। দেখা গেল, 'প্রাক্তন' হয়ে যাওয়া সারা তেণ্ডুলকরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিচ্ছেন শুভমান গিল। সেই ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় ফের চর্চা সারা-শুভমানের সম্পর্ক নিয়ে।
আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে গিয়েছে ভারত। সদ্য অধিনায়কের দায়িত্ব পাওয়া গিল ব্যাট হাতে ইতিমধ্যেই এই সিরিজে 'সুপারহিট'। টেস্ট কেরিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি, পরপর দুই টেস্টে সেঞ্চুরি-একঝাঁক নজির গড়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের 'প্রিন্স'। তবে এই সিরিজ চলাকালীন সারাকে ইংল্যান্ডে দেখা যায়নি। তিনি ইউরোপের নানা দেশে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন।
গল্পের দুই চরিত্রকে একছাদের তলায় নিয়ে এলেন যুবরাজ সিং। মঙ্গলবার লন্ডনে যুবির ক্যানসারবিরোধী সংস্থা 'ইউউইক্যান ফাউন্ডেশন' আয়োজিত একটি চ্যারিটি ডিনার ছিল। সেখানে ইংল্যান্ড সফরকারী গোটা ভারতীয় দল হাজির ছিল। বন্ধুদের সঙ্গে ওই ডিনারে ছিলেন সারাও। ওই ইভেন্টেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে সারাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন শুভমান। কিন্তু পরে শচীনকন্যার দিকে তাকিয়ে লাজুক হাসি দেন ভারত অধিনায়ক।
উল্লেখ্য, শচীন-কন্যার সঙ্গে ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্সে’র সম্পর্ক নিয়ে জল্পনা তো আজ থেকে নয়। কখনও স্টেডিয়ামে উপস্থিত হন সারা। সেটা যে শুধুমাত্র শুভমানের টানেই, সেরকম কানাঘুষোও চলে। আবার কখনও শুভমানের সঙ্গে জুড়ে যায় আরেক সারার নাম। তিনি সারা আলি খান। যদিও নিজের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি শুভমান। তবে কিছুদিন আগে ভারত অধিনায়ক নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন। ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, সেই দাবি কি আদৌ সত্যি?
