shono
Advertisement
Sourav Ganguly

'জাতীয় দলে ডাক পাওয়ার মতোই রোমাঞ্চ হচ্ছে', প্রথম কোচিং অভিজ্ঞতা নিয়ে অকপট সৌরভ

যদিও সৌরভের কোচিংয়ে প্রথম ম্যাচে হারল প্রিটোরিয়া ক্যাপিটালস।
Published By: Subhajit MandalPosted: 11:57 AM Dec 28, 2025Updated: 04:33 PM Dec 28, 2025

স্টাফ রিপোর্টার: দিল্লি ক্যাপিটালসে কখনও তিনি মেন্টর ছিলেন। কখনও আবার ডিরেক্টর অব ক্রিকেট। হেডকোচের ভূমিকায় এই প্রথম। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Advertisement

নিলামে নিজে উপস্থিত ছিলেন। আগামী তিন বছরের জন্য টিম গড়ার লক্ষ্য নিয়ে নিলামে গিয়েছিলেন সৌরভ। পরিকল্পনা অনুযায়ী টিম রয়েছে। গত সপ্তাহেই সৌরভ দক্ষিণ আফ্রিকা উড়ে যান। কোচ হিসেবে অভিষেকের অনুভূতি ঠিক কীরকম? সেঞ্চুরিয়ন থেকে শনিবার রাতে হোয়াটসঅ্যাপ কলে সৌরভ বলছিলেন, 'দুর্দান্ত অনুভূতি। এর আগে দিল্লি ক্যাপিটালসে ডিরেক্টর অব ক্রিকেট ছিলাম। হেড কোচ রিকি (পন্টিং)। প্রিটোরিয়া ক্যাপিটালসেও ছিলাম। তবে দায়িত্ব আলাদা ছিল। এবারের দায়িত্বটা সম্পূর্ণ আলাদা। আমি খুব এক্সসাইটেড। ভারতীয় দলে যখন সুযোগ পেয়েছিলাম, তখন যেমন এক্সসাইটমেন্ট ছিল, কোচ হিসাবে কাজ শুরুর সময়ও অনূভূতি অনেকটা সেরকম। আমাদের টিম যথেষ্ট ভালো। এবারের নিলাম খুব গুরুত্বপূর্ণ ছিল। আগামী তিন বছরের জন্য টিম করতে হত। সেই কথা মাথায় রেখে টিম করা হয়েছে।"

ক্রিকেটার না কোচ, কোন কাজটা বেশ কঠিন? সৌরভের কথায়, "দু'টো সম্পূর্ণ আলাদা। ক্রিকেটার হিসাবে নিজেকে মাঠে নেমে পারফর্ম করতে হত। কোচের কাজটা মাঠের বাইরে। প্রস্তুতি থেকে শুরু করে স্ট্র্যাটেজি তৈরি করা সব কিছু। কিন্তু ম্যাচে তো ক্রিকেটারদের পারফর্ম করতে হবে।" যদিও কোচ সৌরভের অভিষেক খুব ভালো হল না। শনিবার প্রথম ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালস হারল জো 'বার্গ সুপার কিংসের কাছে। সৌরভ অবশ্য টিম নিয়ে প্রচণ্ড আশাবাদী। আন্দ্রে রাসেল প্রথম দু'টো ম্যাচে নেই। তিনি আপাতত ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ খেলছেন। পরের ম্যাচেও ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডারকে পাবেন না সৌরভ। তিনি বলছিলেন, "রাসেল দু'টো ম্যাচ পর চলে আসবে। তখন টিমের শক্তি আরও বেড়ে যাবে।"

প্র্যাকটিসে টিমকে একটা কথা বরাবার বলেছেন সৌরভ। নিজেদের উপর বিশ্বাস রাখতে। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সবসময় পজিটিভ থাকতে হবে। টি-টোয়েন্টি লিগ লম্বা টুর্নামেন্ট। সেখানে এক-আধটা ম্যাচ খারাপ যেতেই পারে। কিন্তু সেটা নিয়ে বেশি ভাবলে চলবে না। বরং ভুলগুলো শুধরে পরের ম্যাচে সেরাটা উজাড় করে দিতে হবে। সৌরভ বলছিলেন, "দেখুন সাফল্য তখনই আসবে যখন আপনি টিম হিসাবে খেলবেন। একে অপরের সাফল্য উপভোগ করবেন। ক্রিকেট টিম গেম। সাফল্য পেতে গেলে টিম হিসাবে খেলতেই হবে। আমাদের টিম যথেষ্ট ভালো। আশা করছি, এই টিম প্রচুর সাফল্য পাবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি ক্যাপিটালসে কখনও তিনি মেন্টর ছিলেন।
  • হেডকোচের ভূমিকায় এই প্রথম।
  • দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়।
Advertisement