সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’! ক্রিকেটভক্তরা নিশ্চয়ই ভোলেননি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) বক্তব্য। অস্ট্রেলিয়া সফরে ঋষভ পন্থের (Rishabh Pant) দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে নিজেকে সামলাতে পারেননি গাভাসকর। আর সেখান থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট। পন্থ অনেক বেশি সাবধানী। সেই ব্যাটিং দেখে গাভাসকর কী বললেন?
হেডিংলি টেস্টে প্রথম দিনের শেষে ভারতের সহ-অধিনায়ক অপরাজিত আছেন ৬৫ রানে। ৬টি চারের পাশাপাশি আছে ২টি ছয়। অধিনায়ক ও সহ-অধিনায়কের জুটিতে উঠেছে ১৩৮ রান। শুরুর দিকে অত্যন্ত সাবধানে ব্যাট করেছেন পন্থ। কোনও বাড়তি ঝুঁকি নেননি। যা দেখে গাভাসকর বললেন, "ও বোধহয় আমার ধারাভাষ্য শেষ হওয়ার অপেক্ষা করছে।" তাঁর কথা শুনে হেসে ফেলেন অন্যান্য ধারাভাষ্যকাররাও।
অবশ্য সেই সঙ্গে গাভাসকর পন্থের ব্যাটিং দেখে মুগ্ধ। তিনি বলেন, "ও অনেক স্বাধীনভাবে খেলছে। নিজেকে সময় দিচ্ছে। বোলাররা যখন ক্লান্ত হয়ে পড়ছে, তখন আক্রমণ করেছে। আর তারপরই বড় শট মেরেছে, চার-ছক্কা মেরেছে। নিজেকে সময় দিলে এই সুবিধাগুলো পাওয়া যায়।" অবশ্য পন্থ গাভাসকরের কথা শুনেছিলেন কি না বলা যায় না। কারণ পরের দিকে কখনও শুয়ে পড়ে, কখনও এক হাতে চার-ছক্কা হাঁকালেন তিনি। একটা কথা তো পরিষ্কার। যে যাই পরামর্শ দিক না কেন, পন্থ আছেন পন্থেই।
উল্লেখ্য, অজি সফরে মেলবোর্ন টেস্টে ৫ উইকেট হারানো অবস্থায় রবীন্দ্র জাদেজা এবং পন্থের দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। কিন্তু স্কট বোলান্ডের পাতা ফাঁদে পা দিয়ে আউট হন পন্থ। যা দেখে গাভাসকর বলেন 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড'। সেই সঙ্গে বলেন, "চূড়ান্ত বোকামি। দেখছ, দুজন ফিল্ডার আছে, তাতেও ওই শট মারছ! আগের শটটা মিস করে আবারও এক কাণ্ড ঘটাল। ডিপ থার্ড ম্যানের হাতে উইকেটটা তুলে দিয়ে এল। দলকে চাপে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই না। ভারতীয় ড্রেসিংরুম নয়, এই ঘটনার পর ওর অন্য ড্রেসিংরুমে যাওয়া উচিত।”