shono
Advertisement
Rohit Sharma and Virat Kohli

ওয়ানডে বিশ্বকাপে রোহিত-কোহলিতে 'আপত্তি' গাভাসকরের, টেস্টে নেতা হিসেবে চান বুমরাহকে

কোহলির টেস্ট অবসরে একেবারেই অবাক নন গাভাসকর।
Published By: Arpan DasPosted: 11:26 AM May 13, 2025Updated: 11:47 AM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন দুজন। এবার প্রায় কাছাকাছি সময়ে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন রোহিত-কোহলি। শুধু পরে থাকল ওয়ানডে ক্রিকেট। কিন্তু ২০২৭-র বিশ্বকাপে কি খেলবেন রো-কো? প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর কিন্তু সেটা মনে করছেন না। একই সঙ্গে বিরাটের অবসর ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলে দিলেন গাভাসকর।

Advertisement

তিনি বলেন, "ওরা ওয়ানডে ফরম্যাটের দারুণ প্লেয়ার। কিন্তু নির্বাচক কমিটি কি ২০২৭-র বিশ্বকাপে ওদের রাখবে? দলে কোনও অবদান রাখতে পারবে? নির্বাচন কমিটি মনে করলে একরকম ব্যাপার। কিন্তু আমার মনে হয় না ওরা খেলবে। কিন্তু পরের বছর কী হবে, কেউ বলতে পারে না। যদি পরের বছর সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে থাকে। তাহলে ভগবানও বাদ দিতে পারবে না।"

হয়তো এত কথা উঠতই না যদি রোহিত-কোহলি টেস্ট থেকে অবসর নিতেন। এই তো কয়েক মাস আগেই দুই তারকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগুন ঝরিয়েছেন। তবু টেস্ট নিয়ে চিন্তা ছিল। বিশেষ করে অজি সফরে দুজনেই ব্যর্থ হয়েছিলেন। সেটা মনে করিয়ে গাভাসকর বলছেন, "কেউ খেলবে কি খেলবে না, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু কোহলি অবসর নেওয়ায় আমি অবাক নই। অস্ট্রেলিয়ায় যা ঘটেছে, তার জন্য একটা বদল দরকার ছিল।"

কিন্তু এবার কোহলির জায়গা কে নেবে? গাভাসকরের মতে, সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তাছাড়া ভারতীয় দলে যে শূন্যতা তৈরি হল, সেটা কাটিয়ে উঠতে কঠিন সময় সামনে রয়েছে। এমনটাই মনে করেন গাভাসকর। আরও একটি বিষয় নিয়ে ধারাবাহিক প্রশ্ন উঠছে। রোহিতের পর টেস্টে অধিনায়ক কে হবেন? শোনা যাচ্ছে, বুমরাহ নন, এই দৌড়ে এগিয়ে শুভমান গিল। গাভাসকর কিন্তু এই সিদ্ধান্তের ঘোর বিরোধী। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তত্ত্বকে তিনি উড়িয়ে দিচ্ছেন। তাঁর সাফ বক্তব্য, "বুমরাহ ছাড়া আর কাউকে আমি দেখছি না। টেস্টের মাঝে অনেকদিন সময় থাকে। ওর সমস্যা হবে না। আর ও নিজে জানে, কখন বল করতে হবে আর কখন নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন দুজন।
  • এবার প্রায় কাছাকাছি সময়ে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন রোহিত-কোহলি। শুধু পরে থাকল ওয়ানডে ক্রিকেট।
  • ২০২৭-র বিশ্বকাপে কি খেলবেন রো-কো? প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর কিন্তু সেটা মনে করছেন না।
Advertisement