সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ তারিখ, শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে লন্ডনে পৌঁছলেন সূর্যকুমার যাদব। তাঁকে লন্ডনে দেখে অনেকেরই প্রশ্ন, টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে কি শেষ মুহূর্তে জায়গা পেয়েছেন তিনি? নাহ, সেই সম্ভাবনা নেই। তাহলে কী কারণে লন্ডন গিয়েছেন সূর্য (Suryakumar Yadav)?
জানা গিয়েছে, আগামী কয়েক সপ্তাহে তিনি সেখানেই থাকবেন। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্নিয়ার চিকিৎসা করাতে লন্ডনে উড়ে গিয়েছেন। ভারতের সামনে আপাতত কোনও সাদা বলের সিরিজ নেই। তাই তাঁর চিকিৎসার আদর্শ সময় এটাই। নিজের ভবিষ্যতের কথা ভেবেই তাঁর এই সিদ্ধান্ত। আগামী সপ্তাহে তাঁর চিকিৎসা শুরু হওয়ার কথা। তবে, তাঁর সেরে উঠতে দু'মাস সময় লেগে যেতে পারে। সূত্রের খবর, আগস্টের দিকে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর।
যদিও সূর্যকুমার যাদব কবে মাঠে ফিরবেন, তা নিয়ে বিসিসিআই কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। ২৬ আগস্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। সেই সিরিজের আগে সূর্যকুমার পুরোপুরি সেরে উঠতে চান বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন সূর্যকুমার। ১৬ ম্যাচে ৭১৭ রান করেছিলেন। গড় ৬৫.১৮। স্ট্রাইক রেট ছিল ১৬৭.৯। সবচেয়ে বড় ব্যাপার হল, ১৬টি ইনিংসেই ২৫+ রান করেছিলেন। যা আইপিএলের ইতিহাসে একটি রেকর্ডও। উল্লেখ্য, লিডসে প্রথম টেস্টের পর ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে।
