সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারেই ছন্দে নেই সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে ভারতের সাফল্যের ফলে সেভাবে বিষয়টি নজরে পড়েনি অনেকেরই। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারতেই উঠছে প্রশ্ন। নেতৃত্বের চাপ কি ক্রমশ বোঝা হয়ে উঠছে সূর্যর জন্য? যা নিয়ে চরম কটাক্ষ করতে ছাড়লেন না ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন।
৭৭টি টি-টোয়েন্টিতে 'স্কাই'য়ের রান ২৫৯৬। তার মধ্যে শুধু ব্যাটার হিসেবে সূর্য করেছেন ২০৪০ রান। গড় ৪৩.৪০। কিন্তু নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর ছবিটায় বদল এসেছে। অধিনায়ক হওয়ার পর ১৯টি ম্যাচে ৫৫৬ রান করেছেন। গড় নেমে গিয়েছে ২৯.২৬-এ। যদিও তার মধ্যে একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি আছে। কিন্তু শেষ সাত ম্যাচে রান মাত্র ৫১। ইংল্যান্ড সিরিজে একেবারেই ফর্মে নেই।
আর সেই সুযোগে সূর্যকে কটাক্ষ করতে ছাড়লেন না মাইকেল ভন। তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত অধিনায়ক করেছেন মাত্র ১৪ রান। তারপর ভন বলেন, "আগ্রাসী ক্রিকেটেও বল বুঝে খেলতে হয়। সব বলেই চার-ছক্কা মারা যায় না। ভারত চ্যাম্পিয়ন টিম। যত দ্রুত ওদের সেরা প্লেয়ার ফর্মে ফিরবে, ততই মঙ্গল। ফর্মে ফিরতে হলে ক্রিজে সময় কাটাতে হবে। সূর্যকুমার মাঠে গিয়ে শট খেলতে চাইছে। আর চোখের পলক ফেলতে না ফেলতেই ডাগআউটে ফিরে যাচ্ছে।"
যদিও ম্যাচ হেরে সূর্য দোষ দিচ্ছেন শিশিরকে। তিনি বলেন, "আমার মনে হয়েছিল পরের দিকে শিশির পড়বে। হার্দিক আর অক্ষর যখন ব্যাট করছিল, তখন ২৪ বলে ৫৫ রান দরকার ছিল। ম্যাচ আমাদের হাতেই ছিল। কিন্তু জিততে পারলাম না আদিল রশিদের বিশ্বমানের বোলিংয়ের জন্য। ও আমাদের রান তুলতে দেয়নি।" পাঁচ ম্যাচের ভারত এখনও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। তবে সূর্যের অফ ফর্ম চিন্তায় রাখবে ম্যানেজমেন্টকে।
