shono
Advertisement
IND vs ENG

গিলের সেঞ্চুরি, লড়াই যশস্বী-জাদেজার, এজবাস্টনে প্রথম দিনে ৩০০ পার ভারতের

দিনের শেষে অপরাজিত রয়েছেন গিল-জাদেজা।
Published By: Anwesha AdhikaryPosted: 11:27 PM Jul 02, 2025Updated: 01:39 PM Jul 03, 2025

ভারত: ৩১০/৫ (গিল ১১৪*, যশস্বী ৮৭) 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম একাদশ নিয়ে তীব্র বিতর্ক হলেও এজবাস্টন টেস্টে খানিকটা স্বস্তিতে ভারত। প্রথম দিনে ৩০০ রানের গণ্ডি পেরিয়েছে টিম। অধিনায়ক শুভমান গিলের ব্যাটে সেঞ্চুরি এসেছে। ভালো ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল-রবীন্দ্র জাদেজাও। দিনের শেষে অপরাজিত রয়েছেন গিল-জাদেজা। দ্বিতীয় দিনে আরও বড় রান তুলবে এই জুটি, আশায় ভারতীয় ক্রিকেটভক্তরা। 

হেডিংলিতে হারের পর এজবাস্টনে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার। তবে টসে হারের পর শুভমান গিল যে প্রথম একাদশ জানান, সেই দেখে ক্ষুব্ধ হয়েছিলেন ক্রিকেটবোদ্ধাদের অনেকেই। প্রথম একাদশে জশপ্রীত বুমরাহর জায়গায় আকাশদীপ, চোটের সমস্যায় দীর্ঘদিন ভুগেছেন তিনি। অজি সফরের পর চোটের জন্য বাইরে চলে যেতে হয়েছিল। তবে এখন আকাশদীপ পুরোপুরি ফিট। এছাড়াও সাই সুদর্শনের জায়গায় দলে নীতীশ কুমার রেড্ডি এবং শার্দূল ঠাকুরের জায়গায় ওয়াশিংটন সুন্দর। টিম ইন্ডিয়া দুই স্পিনারের ফর্মুলাতে খেললেও সুযোগ মেলেনি কুলদীপ যাদবের।

প্রথমে ব্যাট করতে নেমে বেশ সমস্যায় পড়ে ভারত। নবম ওভারে মাত্র ২ রান করে আউট হয়ে যান গত ম্যাচে সেঞ্চুরি করা কে এল রাহুল। তিন নম্বরে নামা করুণ নায়ার আউট হয়ে যান ৩১ রান করে। তবে ওপেন করতে নেমে শুরুর দিকে সমস্যায় পড়লেও সামলে নেন যশস্বী। সেঞ্চুরির লক্ষ্যে এগোলেও শেষ পর্যন্ত ৮৭ রানে থামতে হয় তাঁকে। গত ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকানো ঋষভ পন্থের সংগ্রহ এদিন মাত্র ২৫। ব্যর্থ নীতীশও (১)।

তবে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচের হাল ধরেন গিল-জাদেজা। ৯৯ রানের পার্টনারশিপ গড়েন দু'জনে। হেডিংলিতে জাদেজার ব্যাটিং নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। তবে এজবাস্টনে প্রথম দিনের শেষে ৪১ রানে ব্যাট করছেন তিনি। অন্যদিকে শতরান করা গিল ১১৪ রানে অপরাজিত। এখনও ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং বাকি। ফলে দ্বিতীয় দিনে বড় রান তোলার সুযোগ রয়েছে ভারতের কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হেডিংলিতে হারের পর এজবাস্টনে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার।
  • নবম ওভারে মাত্র ২ রান করে আউট হয়ে যান গত ম্যাচে সেঞ্চুরি করা কে এল রাহুল।
  • পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচের হাল ধরেন গিল-জাদেজা।
Advertisement