shono
Advertisement
Team India

আনকোরা তরুণকে রোহিতের পরিবর্ত হিসেবে নিচ্ছে ভারত, ইংল্যান্ড সিরিজে সহ-অধিনায়ক কে?

ইংল্যান্ড সফরের জন্য ২৩ মে দল নির্বাচন করবে ভারতীয় বোর্ড।
Published By: Prasenjit DuttaPosted: 04:32 PM May 11, 2025Updated: 05:33 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় কাকে ওপেনার হিসেবে দেখা যাবে, তা নিয়ে জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, সুযোগ পেতে পারেন শুভমান গিলের আইপিএল দলের সতীর্থ সাই সুদর্শন। তাছাড়া সহ-অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে কাকে, এই ব্যাপারেও বোর্ডের অন্দর মহলে আলোচনা চলছে বলে খবর। 

Advertisement

এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ইংল্যান্ড সফরের জন্য ২৩ মে দল নির্বাচন করবে ভারতীয় বোর্ড। তার আগে বিরাট কোহলির অবসর রুখতে মরিয়া বিসিসিআই। জানা গিয়েছে, বোর্ডের এক প্রভাবশালী ব্যক্তি বিরাটের সঙ্গে কথা বলে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলবেন। বোর্ডের আশা, বিরাট হয়তো অবসরের সিদ্ধান্ত পালটে ফেলবেন। তবে, কোহলি ইস্যুর বাইরেও সাই সুদর্শনকে নিয়েও আগ্রহ রয়েছে দল নির্বাচকদের মনে। চেন্নাইয়ের এই ক্রিকেটারকে আইপিএল স্থগিত হওয়ার আগে পর্যন্ত দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে। ১১ ইনিংসে ৫০৯ রান করেছেন তিনি। কমলা টুপির লড়াইয়ে তিনি দ্বিতীয়স্থানে।

গত বছরেই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সেঞ্চুরি রয়েছে তাঁর। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনার হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাই। কারণ পারফরম্যান্সের বিচারে ২৩ বছরের এই ওপেনার এগিয়ে রয়েছেন অনেকের থেকে। অন্যদিকে ওয়াকিবহাল মহলের ধারণা, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি হয়তো শুভমান গিলকেই টেস্ট অধিনায়ক হিসেবে চাইছেন। এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছেন শুভমান। তবে, নির্বাচকরা আনুষ্ঠানিক ঘোষণার আগে বোর্ডের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গিয়েছে।

৫ মে জানা গিয়েছিল, ইংল্যান্ড সিরিজে সহ-অধিনায়ক রাখা হবে না জশপ্রীত বুমরাহকে। এই পরিস্থিতিতে সহ-অধিনায়ক হিসেবে ভেসে আসছে ঋষভ পন্থের নাম। যদিও এবারের আইপিএলে ছন্দে পাওয়া যায়নি তাঁকে। তাই বাঁ-হাতি এই উইকেটকিপারকে আদৌ শুভমানের ডেপুটি হিসেবে ভাবা হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা।
  • তাঁর জায়গায় কাকে ওপেনার হিসেবে দেখা যাবে, তা নিয়ে জল্পনা রয়েছে।
  • শোনা যাচ্ছে, সুযোগ পেতে পারেন শুভমান গিলের আইপিএল দলের সতীর্থ।
Advertisement