সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড় এক্সপ্রেসে ঘটনা! দিল্লি থেকে গোয়ালিয়র যাচ্ছিলেন বিশেষভাবে সক্ষম এক ক্রিকেটার। বিক্রম সিং নামের ওই ক্রিকেটার ট্রেনেই বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন। ৩৮ বছর বয়সি ওই ক্রিকেটার হুইলচেয়ার ক্রিকেট প্রতিযোগিতায় খেলতে দিল্লি থেকে গোয়ালিয়র যাচ্ছিলেন।
মাঝপথে শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। তাঁর সতীর্থরা বারবার রেলের হেল্পলাইন নম্বরে ফোন করেও কোনও 'হেল্প' পাননি বলে অভিযোগ। বেঘোরে তিনি প্রাণ হারান মথুরা স্টেশনে পৌঁছনোর আগেই। বুধবার রাতে হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ছত্তিশগড় এক্সপ্রেসে ওঠেন বিক্রম-সহ তাঁর সতীর্থরা।
ট্রেন ছাড়ার পরপরই তিনি তীব্র ব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে দ্রুত। রিপোর্ট অনুযায়ী, ভোর ৪.৫৮ মিনিটে রেলওয়ে হেল্পলাইনে জরুরি চিকিৎসা সহায়তার চেয়ে কল করা হয়। বেশ কয়েকবার ফোন করার পরেও কোনও সাহায্য পাওয়া যায়নি। ট্রেনটি প্রায় ৯০ মিনিট দেরিতে সকাল ৮.১০ মিনিটে মথুরা স্টেশনে পৌঁছায়। ততক্ষণে প্রাণ হারিয়েছেন বিক্রম।
তাঁর এক সতীর্থর কথায়, "আমাদের চোখের সামনেই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বিক্রম। আমরা সাহায্য চেয়ে বারবার ফোন করেছিলাম। কিন্তু কোনও সাহায্য পাইনি।" জানা গিয়েছে, মথুরা স্টেশনের জিআরপি ট্রেন থেকে বিক্রমের শবদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এমন একটি ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে রেলের এমারজেন্সি মেডিক্যাল সিস্টেমকে। উপযুক্ত সময়ে কেন চিকিৎসা সহায়তা পৌঁছায়নি, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
