সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচেই হারের সম্মুখীন হতে হল ভারতকে। তাও সেটা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। ব্যাটিং-বোলিং কোনও বিভাগেই পাল্লা দিতে পারল না ভারতের ছোটদের দল। বৈভব সূর্যবংশীরা হারল ৪৪ রানে।
এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাদ বাইগ। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে পাকিস্তান দল। কোনওভাবেই সুবিধা করতে পারেনি সমর্থ নাগরাজ, যুধাজিৎ গুহদের বোলিং বিভাগ। ওপেনিং জুটিতেই উঠে যায় ১৬০ রান। উসমান খান করেন ৬০ রান। অন্যদিকে আরেক ওপেনার শাহজাইদ খান ১৪৭ বলে ১৫৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে এই প্রথম কেউ এত বড় রানের ইনিংস খেলল। বাংলার পেসার যুধাজিৎ সেভাবে নজর কাড়তে পারলেন না। ১০ ওভারে ৪৬ রানে দিলেন ১ উইকেট। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে পাকিস্তান করে ২৮১ রান।
জবাবে ভারতের দরকার ছিল ভালো শুরু। স্বাভাবিকভাবেই নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে। আইপিএলের নিলামে ১৩ বছর বয়সি এই ক্রিকেটারকে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে ১.১০ কোটি টাকা দিয়ে। কিন্তু এই ম্যাচে ব্যর্থ হল সে। ৯ বল খেলে মাত্র ১ রান করে আউট হয়ে যায় বৈভব। তার পর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ভারত। আয়ুষ মাত্রে, আন্দ্রে সিদ্ধার্থ, অধিনায়ক মহম্মদ আমান কেউ বড় রান পায়নি। বরং মাঝের দিকে ইনিংসের হাল ধরে নিখিল কুমার। ৭৭ বলে ৬৭ রান করে সে। কিন্তু কিরণ চোরমালে, হরবংশ সিং পাঙ্গালিয়া কেউই সঙ্গ দিতে পারেনি। শেষের দিকে মহম্মদ এনান লড়াকু ইনিংস খেললেও দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়। পাকিস্তানের আলি রাজা তিনটি উইকেট তোলে। ভারতের ইনিংস থেমে যায় ২৩৮ রানে। প্রথম ম্যাচেই ৪৪ রানে হারতে হল ভারতের ছোটদের।