সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকেই পাঁচতারা পারফরম্যান্স বরুণ চক্রবর্তীর। তাঁর স্পিনেই ভেলকিতেই দুরমুশ নিউজিল্যন্ড। ম্যাচের সেরা হয়ে বরুণ অকপটে জানালেন, কিউয়িদের বিরুদ্ধে শুরুতে বেশ নার্ভাস ছিলেন তিনি। তারপর তিন তারকার জাদুমন্ত্রেই জ্বলে ওঠেন।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন শামি। এদিন পাঁচ কিউয়ি ব্যাটারকে প্য়াভিলিয়নে ফেরালেন বরুণ। হর্ষিত রানার জন্য প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হলেও এদিন প্রথম একাদশে সুযোগ পেয়ে গড়লেন পাঁচটি রেকর্ড।
১. প্রথম বোলার হিসেবে নিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেট পেলেন। এর আগে স্টুয়ার্ট বিনি তৃতীয় ওয়ানডে-তে এই নজির গড়েছিলেন।
২. দ্বিতীয় ভারতীয় তারকা হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ভরলেন ঝুলিতে। এর আগে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবীন্দ্র জাদেজা ৩৬ রানে নেন ৫ উইকেট।
৩. জাদেজা ও শামির পর তৃতীয় ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ উইকেট নেওয়ার নজির বরুণের।
৪. ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটাই সেরা পারফরম্যান্স।
৫. বাংলাদেশের বিরুদ্ধে ৫৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন শামি। সেখানে ৪২ রান দিয়েই এই
মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বরুণ। ফলে জাদেজার পরই এই তালিকায় জায়গা করে নিলেন তিনি।
এদিন তাঁর ফিল্ডিং নিয়ে হার্দিক, রোহিতরা অসন্তুষ্ট হলেও তাঁর স্পিনেই হল মধুরেন সমাপয়েত। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে বেশ চাপে ছিলেন, সেকথা নিজেই জানান বরুণ। এদিন ম্যাচ শেষে বলেন, "২০২১ সালে দুবাইতে টুর্নামেন্টে ভালো খেলতে পারিনি। এবার দল ভালো খেলছে বলে দারুণ লাগছিল। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেমে শুরুতে নার্ভাস ছিলাম। পুরনো পারফরম্যান্সের কথা মাথায় ঘুরছিল। বিরাট ভাই, হার্দিক ভাই আর রোহিত ভাই আমায় শান্ত থাকতে সাহায্য করেছিল।" অর্থাৎ তিন তারকার পেপটকেই কেল্লাফতে বরুণের। পাশাপাশি কেকেআর তারকা এও জানান যে ঘরোয়া ক্রিকেট খেলাও তাঁকে এহেন পারফরম্যান্সে সাহায্য করেছে।
এদিকে, ভারতের জয়ে আজ উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শ্রীসন্থ। আত্মবিশ্বাসের সঙ্গেই সৌরভ বলছেন, প্রতিপক্ষ যে-ই হোক, ভারত সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে।