shono
Advertisement
Vijay Hazare Trophy

অভিষেকের সেঞ্চুরিতে জয়ে ফিরল বাংলা, বিজয় হাজারেতে রিঙ্কুর সোনালি দিনে ব্যর্থ পন্থ

বাংলার হয়ে ৫ উইকেট মুকেশ কুমারের।
Published By: Arpan DasPosted: 06:34 PM Dec 29, 2025Updated: 07:41 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) জয়ে ফিরল বাংলা। নেপথ্যে অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদদের চওড়া ব্যাট। সঙ্গী মুকেশ কুমারের ৫ উইকেট। যার সাহায্যে চণ্ডীগড়কে ৬ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরণের দল। অন্যদিকে বিজয় হাজারেতে দুরন্ত ফর্ম অব্যাহত রিঙ্কু সিং, ধ্রুব জুরেলের। তবে দিল্লি জিতলেও রানের দেখা পেলেন না ঋষভ পন্থ।

Advertisement

আগের ম্যাচে বরোদার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় ঘটেছিল বাংলার। রাজকোটের মাঠে সেই ব্যাটিংই জেতাল। তবে চিন্তায় রাখল বোলারদের রান দেওয়ার প্রবণতা। মহম্মদ শামি ৩ উইকেট ও মুকেশ কুমার ৫ উইকেট নিয়েছেন। তবে চণ্ডীগড়ের রানের গতি আটকাতে পারেননি। চণ্ডীগড় ৩১৯ রান তোলে। জবাবে শুরু থেকেই ঝড় তুলে দেন অভিষেক পোড়েল। ১২টি চারের পাশাপাশি দু'টি ছক্কাও হাঁকান। শেষ পর্যন্ত ৮৪ বলে ১০৬ রানে আউট হন। বাকি কাজ শেষ করেন অনুষ্টুপ মজুমদার (৬৩) ও শাহবাজ আহমেদ (৭৬)। ১৪ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে নিয়ে ম্যাচ জেতে বাংলা।

অন্যদিকে বিরাট কোহলিকে ছাড়াই জিতল দিল্লি। সৌরাষ্ট্রের ৩২০ রানের লক্ষ্য ৭ উইকেট হারিয়ে তোলে তারা। তবে রানের দেখা পেলেন না ঋষভ পন্থ। তিনি আউট হন ২২ রানে। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন ঠিকই, তবে ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে। অন্য ম্যাচে রোহিত শর্মাকে ছাড়া জয় পেল মুম্বই। সেই ম্যাচের নায়ক শার্দূল ঠাকুর। তাঁর মাত্র ১৩ রানের ৫ উইকেটে ছত্তিসগড়ের ব্যাটিং ধসে পড়ে। অঙ্গকৃষ রঘুবংশীর (৬৮) দাপটে তা তুলে নিতে অসুবিধা হয়নি। উল্লেখ্য, আগের ম্যাচে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন অঙ্গকৃষ।

দুরন্ত ফর্ম অব্যাহত ধ্রুব জুরেল ও রিঙ্কু সিংয়ের। জুরেল ১০১ বলে ১৬০ রান করেন। উত্তরপ্রদেশের অধিনায়ক রিঙ্কু ৬৩ রান করেন। ক্রুণাল পাণ্ডিয়ার ৮২ রানের চেষ্টা সত্ত্বেও ম্যাচ হারে বরোদা। পাঞ্জাব জিতলেও রান পাননি অভিষেক শর্মা। একই ঘটনা বিহারের বৈভব সূর্যবংশীর সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজয় হাজারে ট্রফিতে জয়ে ফিরল বাংলা। নেপথ্যে অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদদের চওড়া ব্যাট।
  • সঙ্গী মুকেশ কুমারের ৫ উইকেট। যার সাহায্যে চণ্ডীগড়কে ৬ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরণের দল।
  • অন্যদিকে বিজয় হাজারেতে দুরন্ত ফর্ম অব্যাহত রিঙ্কু সিং, ধ্রুব জুরেলের।
Advertisement