সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট থেকে অবসর ঘোষণার পর থেকেই দেখা যাচ্ছে, ধর্মকর্মে অনেকখানি সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। অবসর ঘোষণার পরদিনই প্রেমানন্দ মহারাজের দরবারে ছুটে গিয়েছিলেন। এবার তাঁকে দেখা গেল অযোধ্যার রামমন্দিরে। স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে রামমন্দির এবং হনুমানগড়িতে গিয়েছিলে কিং কোহলি। সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
গত শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ম্যাচে খেলেছিলেন বিরাট। তাঁর ক্যামিও ইনিংস সত্ত্বেও শেষ পর্যন্ত ৪২ রানে হেরে যায় আরসিবি। তবে ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে তারা। আপাতত আরসিবির লক্ষ্য পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে লিগ পর্ব শেষ করা যেন ফাইনালে ওঠার জন্য একটা বাড়তি সুযোগ মেলে। এহেন পরিস্থিতিতেই ফের ধর্মস্থানে ছুটে গেলেন বিরাট।
জানা গিয়েছে, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে রামমন্দির এবং হনুমানগড়িতে গিয়েছিলেন বিরুষ্কা। তাঁদের পুজো দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। পুজো দেওয়ার পাশাপাশি হনুমানগড়ির মহান্ত জ্ঞান দাসের উত্তরসূরি সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করেন তাঁরা। হনুমানগড়ির দর্শন এবং অন্যান্য আচার পালনে বিরুষ্কাকে সাহায্য করেন সঞ্জয়। উল্লেখ্য, গতবছর রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিরুষ্কাকে। কিন্তু তখন রামমন্দিরে যাননি তারকা দম্পতি।
প্রসঙ্গত, দীর্ঘ চোদ্দ বছরের টেস্ট ক্রিকেটের কেরিয়ারকে বিদায় জানানোর পরদিনই বৃন্দাবনে ছুটে গিয়েছিলেন বিরাট। পৌঁছতেই প্রেমানন্দ মহারাজ তাঁকে জিজ্ঞাসা করেন, “তুমি প্রসন্ন হয়েছ তো?” উত্তরে বিরাট বলেন, আপাতত তিনি ভালো আছেন। তারপরেই দীর্ঘ বার্তা দেন মহারাজ। বিরাটকে তিনি বলেন, “তোমার এই বৈভব, সেটা কিন্তু কৃপা নয়, পুণ্যের ফল। ঈশ্বরের কৃপা হল অন্তরের চিন্তায় বদল। এখন যেমন আছ, তেমনি থাকো। সংসারের মধ্যে থাকো। কিন্তু আত্মার চিন্তা বদলে ফেলো। আত্মার মধ্যে যেন অর্থ-যশের ভাবনা না থাকে। এখন আত্মার চিন্তা এটাই হওয়া উচিত, প্রভু বহু জন্ম কেটে গিয়েছে এখন আমার শুধু আপনাকেই চাই।” সেই মন্ত্র মাথায় রেখেই কি বিরুষ্কার রামমন্দির যাত্রা?
