সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনিতে সেঞ্চুরি পাননি। তবে বুঝিয়ে দিয়েছিলেন তাঁর রানের খিদে আগের মতোই। যে দলটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে মানসিকভাবে অনেকটাই 'পিছিয়ে', সেই দলটাকে রাজার মতো সেঞ্চুরি হাঁকিয়ে চাঙ্গা করে দিলেন। রাঁচি যে বরাবরই তাঁর 'পয়া', তা আবারও প্রমাণ হল। মহেন্দ্র সিং ধোনির শহরে এই নিয়ে তিনটি সেঞ্চুরি করলেন বিরাট।
২৯১ দিন পর দেশের মাটিতে প্রত্যাবর্তন ঘটেছে রোহিত শর্মা, বিরাট কোহলির। রাঁচিতে আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ে ৫১ বলে ৫৭ রানে আউট হন হিটম্যান। কিন্তু বিরাটকে দমানো যায়নি। রাঁচিতে আন্তর্জাতিক ওয়ানডে'তে ৫২তম সেঞ্চুরি হাঁকালেন 'কিং'। জানসেনের বলে চার মেরে ১০২ বলে সেঞ্চুরি পূরণ করলেন তিনি।
সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন। যা প্রাণ সঞ্চারিত করল গোটা স্টেডিয়ামে। এক সমর্থক তো নিরাপত্তার বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে কোহলির পায়ে পড়লেন। তাঁকে অবশ্য তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হয়। ২৮০ দিন পর সেঞ্চুরি করলেন কোহলি। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৩তম সেঞ্চুরি হল তাঁর। শীর্ষে থাকা শচীনের থেকে এখন ১৭ ধাপ পিছনে তিনি।
প্রস্তুতিতে নেটে একেবারে রণংদেহী মেজাজে ব্যাট করতে দেখা গিয়েছিল বিরাটকে। একের পর বল গিয়ে পড়ছিল গ্যালারিতে। যা দেখে পন্থ বলেছিলেন, “ভাইয়া এটা তো দারুণ বল ছিল। এত সহজে উড়িয়ে দিলে।” আজ রাঁচির গ্যালারিও যেন এই একই কথা বলল। একেবারে খোলস ভেঙে 'ভিন্টেজ বিরাট'কে পাওয়া গেল রবিবার। শেষ পর্যন্ত ১২০ বলে ১৩৫ রানে আউট হলেন তিনি। ইনিংসে ছিল ১১টি চার, ৭টি ছক্কা।
