সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে ছিল ৬৩ কোটি টাকারও বেশি। টার্গেটের পয়লা নম্বরে ছিল তাঁর নামই। তাই প্রত্যাশা ছিল আইপিএলের মিনি নিলামে রেকর্ড ভাঙতে হলেও ক্যামেরন গ্রিনকে দলে নেবে কেকেআর। হলও তাই। ক্যামেরন গ্রিনকে সর্বকালের রেকর্ড ভেঙে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল নাইটরা। আগামী মরশুমে বেগুনি জার্সি গায়ে চাপাবেন গ্রিন।
সংক্ষিপ্ত কিংবা মিনি-নিলাম কখনওই দল গড়ার মঞ্চ নয়। বরং টুকটাক ফাঁক-ফোঁকর, ফাইন টিউনিংয়ের জমি। অন্তত ঐতিহাসিক ভাবে মিনি-নিলামকে সে নজরেই দেখে এসেছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে গত মেগা নিলামে সেভাবে দল গড়ে উঠতে পারেনি নাইটরা। তাছাড়া বেশ কিছু ক্রিকেটারকে রিলিজও করা হয়েছে। ফলে দলে বহু ফাঁকফোকর তৈরি হয়েছে। সবচেয়ে বড় যে শূন্যস্থান তৈরি হয়েছে সেটা হল একজন পাওয়ার হিটার অলরাউন্ডারের। আন্দ্রে রাসেলের অবসরে যে বিরাট শূন্যতা তৈরি হয়েছে, সেটা পূরণ করতে গ্রিনের মতো কাউকেই চাইছিল নাইটরা।
অজি অলরাউন্ডার একদিকে যেমন ব্যাট হাতে ম্যাচের মোড় ঘোরাতে পারেন, তেমনই দরকারে মিডিয়াম পেস বলটাও করেন। তাছাড়া বয়স বেশি না হওয়ায় গ্রিনের মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে এবারের আইপিএলের সবচেয়ে 'হট প্রপার্টি' ছিলেন তরুণ অজি অলরাউন্ডার। নিলামের শুরু থেকেই তাঁর পিছনে ঝাঁপিয়েছিল কেকেআর। শুরুর দিকে রাজস্থান রয়্যালস কিছুক্ষণ তাঁর জন্য বিড করলেও, আসল লড়াই হয় সিএসকে এবং কেকেআরের মধ্যে। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কেনে নাইটরা। যদিও ওই অর্থের পুরোটা গ্রিন পাবেন না। তিনি পাবেন ১৮ কোটি। বাকি টাকাটা যাবে বিসিসিআইয়ের প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে। ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে গ্রিনকে কিনেও সন্তুষ্ট নাইট শিবির। কেকেআর সিইও বেঙ্কি মাইশোর বলছেন, "আমরা আমাদের ধরে রাখা সীমার মধ্যেই পছন্দের ক্রিকেটারকে পেয়ে গিয়েছি। এতেই আমরা খুশি।"
অজি অলরাউন্ডার ছাড়া নাইটরা ঝাঁপিয়েছে উইকেটরক্ষক ফিন অ্যালেনের জন্য। আসলে মিনি নিলামের আগে কেকেআর শিবিরে কোনও উইকেটরক্ষকই ছিলেন না। অ্যালেন একদিকে যেমন উইকেটের পিছনে ভালো পারফর্ম করে দিতে পারবেন, তেমনই ব্যাট হাতেও টপ অর্ডারে কামাল দেখাতে পারেন। গ্রিন এবং ফিন অ্যালেন ছাড়া প্রাথমিক পর্যায়ে আর কোনও তারকার দিকে ঝাঁপায়নি নাইটরা। ভেঙ্কটেশ আইয়ারের জন্য কিছুদূর বিড করলেও শেষ পর্যন্ত তিনি ৭ কোটি টাকায় চলে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।
