shono
Advertisement
Cristiano Ronaldo

হলিউডে অভিষেক রোনাল্ডোর! জল্পনা উসকে দিলেন 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে'র ভিন ডিজেল

সোশাল মিডিয়ায় কী জানালেন হলিউডের সুপারস্টার?
Published By: Arpan DasPosted: 04:41 PM Dec 16, 2025Updated: 07:52 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকর্ষণীয় চেহারা, গ্ল্যামার বা লুকস- কোনওটাই হলিউডের কোনও স্টারের থেকে কম নয়। তাঁকে সিনেমার পর্দায় দেখা গেলে তা হবে বিরাট চমক। এবার কি সেই চমকই আসতে চলেছে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হলিউডি সিনেমায় দেখা নেহাতই সময়ের অপেক্ষা? সেই জল্পনা উসকে দিলেন বিখ্যাত অভিনেতা ভিন ডিজেল। রোনাল্ডোর সঙ্গে পোস্টে তিনি যা লিখেছেন, তাতে অনেকেই মনে করছেন 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ফ্র‍্যাঞ্চাইজিতে রোনাল্ডোকে দেখা যেতেই পারে।

Advertisement

ঠিক কী লিখেছেন ডিজেল? রোনাল্ডোর সঙ্গে একটি ছবির সঙ্গে ক্যাপশন, 'সবাই জিজ্ঞেস করছিল, ওঁকে কি ফাস্ট সিরিজে দেখা যাবে? আমি তো বলব, ও-ই আসল। ওর জন্য আমাদের একটা চরিত্র তৈরি করা ছিল।' তারপরই জল্পনা শুরু হয়। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র‍্যাঞ্চাইজির মুখ ডিজেল। এই ফ্র‍্যাঞ্চাইজির দশটা সিনেমাতেই ছিলেন।

তবে জল্পনা এখানেই শেষ নয়। পোস্টটি 'এডিট' করার আগে ডিজেল একটি শর্ট ফিল্মের উল্লেখ করেন। যেখানে ২০০৯ সালে মুক্তি পাওয়া 'লস ব্যান্ডোরেলস'-এর কথা ছিল। এই সিনেমাটি আসলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র‍্যাঞ্চাইজির দু'টো সিনেমার যোগসূত্র হিসেবে কাজ করেছিল। সেখানে রোনাল্ডোর জন্য নাকি একটি চরিত্র ছিল। যদি ফের একাধিক সিনেমার মধ্যে যোগসূত্র তৈরির জন্য আরেকটি সিনেমা বানানো হয়, তাহলে কি রোনাল্ডো সেখানে থাকবেন? সেটা হলে কিন্তু রোনাল্ডোকে মূল ফ্র‍্যাঞ্চাইজিতে আনার শক্তপোক্ত কারণ দেখানো যাবে। সেরকম মনে করছেন অনেকে।

যদিও এই নিয়ে ফ্র‍্যাঞ্চাইজি কর্তৃপক্ষ মুখ খোলেনি। কিন্তু ফুটবল ও হলিউডকে যদি এবার রোনাল্ডো মিলিয়ে দিতে পারেন, তাহলে সেটা ভক্তদের জন্য বিরাট পাওনা হবে। রোনাল্ডোকে নিয়ে একাধিক ডকুমেন্টরি তৈরি হয়েছে। আবার নেইমারকে স্প্যানিশ সিরিজ 'মানি হাইস্ট'-এ দেখা গিয়েছিল। ডেভিড বেকহ্যামকে যেমন 'কিং আর্থার'-এর মতো একাধিক সিরিজে দেখা গিয়েছিল। এবার কি রোনাল্ডোকে হলিউডে দেখা যাবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আকর্ষণীয় চেহারা, গ্ল্যামার বা লুকস- কোনওটাই হলিউডের কোনও স্টারের থেকে কম নয়।
  • তাঁকে সিনেমার পর্দায় দেখা গেলে তা হবে বিরাট চমক।
  • সেই জল্পনা উসকে দিলেন বিখ্যাত অভিনেতা ভিন ডিজেল।
Advertisement