সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক ম্যাচের সঙ্গে কার্যত সমার্থক হয়ে গিয়েছে 'টিভি ভাঙা'। ভারতীয় সমর্থককুল বলে, মেন ইন ব্লুর কাছে পাক ব্রিগেড হারলেই নাকি সীমান্তের ওপার থেকে টিভি ভাঙার আওয়াজ আসে। কিন্তু রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচ শেষ হওয়ার পরে সেই ছবিটা পালটে গেল। টিভি ভাঙা নয়, বাজি ফাটার শব্দ ভেসে এল ওয়াঘার দিক থেকে। ভারতীয়দের মতোই বিরাট কোহলির সেঞ্চুরি সেলিব্রেট করলেন পাকিস্তানিরা।

পড়শি দেশে বিরাট বন্দনা অবশ্য নতুন নয়। ভারতীয় ক্রিকেটার হলেও পাকিস্তানে বিরাটের জনপ্রিয়তা আকাশছোঁয়া। পাকিস্তানের বিখ্যাত জায়নাব মার্কেটের দোকানদার মইজ আহমেদের কথায়, ভারতীয় প্লেয়ারদের কী অসম্ভব সম্মানই না করে আমাদের দেশের ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে বিরাট কোহলি।’’ কাশিফ নামের এক কলেজপড়ুয়া আবার বলেছিলেন, ‘‘শুধু ব্যাটিংয়ের জন্য কোহলিকে আমার ভালো লাগে, তা নয়। ওকে মানুষ হিসেবেও বড় ভালো লাগে। মিডিয়ায় যে ধরনের কথাবার্তা কোহলি বলে, তা থেকে বোঝা যায় ও মাটির মানুষ।’’
কেবল পাকিস্তানের আমজনতা নয়, পাক ব্রিগেডের অধিনায়ক মহম্মদ রিজওয়ানও বিরাটের প্রশংসা করতে ভোলেননি। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ বলেন, "বিরাটের কঠোর পরিশ্রম আমাকে অবাক করে। গোটা দুনিয়া বলে ওর নাকি ফর্ম নেই। কিন্তু যেসব বড় ম্যাচগুলি দেখতে সকলে অপেক্ষা করে, সেই ম্যাচই জ্বলে ওঠে বিরাট। ওকে আউট করার বহু চেষ্টা করেছি, কিন্তু বিরাট ঠিক ম্যাচ বের করে ফেলল।”
তাই পাকিস্তান হারলেও বিরাটের সেঞ্চুরি নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে পাকিস্তান। রবিবার ম্যাচের ভাগ্য অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু কিং কোহলি ৮২তম সেঞ্চুরি পাবেন কিনা, সেটা জানতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের শেষ বল পর্যন্ত। খুশদিল শাহর ডেলিভারিতে বিরাট বাউন্ডারি মেরে শতরান করেন। সঙ্গে সঙ্গে খুশিতে মেতে ওঠেন পাকিস্তানে থাকা ভক্তরাও। ভাইরাল হয়েছে তাঁদের সেলিব্রেশনের ভিডিও।