shono
Advertisement
Sarfaraz Khan

ওজন কমানোর ফল! অবিশ্বাস্য ক্যাচ নিয়ে বন্দিত সরফরাজ, ভাইরাল ভিডিও

তিনি বুঝিয়ে দিলেন ওজন কমিয়ে কতটা লাভ হয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 01:20 PM Jun 03, 2025Updated: 04:46 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় মাসে ১০ কেজি ওজন কমিয়ে ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে তৈরি রেখেছিলেন। কিন্তু মূল দলে সুযোগ পাননি। সেই সরফরাজ খান এখন ভারতীয় এ দলের হয়ে বেসরকারি টেস্ট খেলছেন ইংল্যান্ডেই। সেখানে তিনি বুঝিয়ে দিলেন ওজন কমিয়ে কতটা লাভ হয়েছে তাঁর।

Advertisement

প্রথম ইনিংসে তাঁর ৯২ রান ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়ে নিয়েছে। আর এবার দেখা যাচ্ছে, ফিল্ডিংয়েও যথেষ্ট সাবলীল তিনি। ইংল্যান্ড লায়ন্সের ওপেনার টম হাইনেস দুরন্ত ব্যাটিং করছিলেন। তাঁকে আউট করতে কালঘাম ছুটে যাচ্ছিল ভারতীয় বোলারদের। নিশ্চিতভাবেই ২০০'র দিকে এগোনো হাইনেসের ইনিংস ১৭১ রানে থমকে যায়। সৌজন্যে সরফরাজের ক্যাচ।

ইংল্যান্ড লায়ন্সের ইনিংসের শততম ওভারে শার্দূল ঠাকুরের ওভারে কামাল ফিল্ডিংয়ের প্রদর্শন দেখান সরফরাজ। চতুর্থ স্লিপে দাঁড়ানো ২৯ বছরের ভারতীয় ক্রিকেটার যেভাবে বাঁ-দিকে ঝাঁপিয়ে হাইনেসের ক্যাচ তালুবন্দি করলেন, তা দেখে সবাই হতবাক হয়ে যান। সরফরাজ যেভাবে হাফচান্সকে ফুলচান্সে পরিণত করেছেন, তা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

সরফরাজের এই ক্যাচের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। এখন লেখেন, 'দুর্দান্ত ক্যাচ! এত কঠিন একটা ক্যাচ বাঁ-দিকে ঝাঁপিয়ে যেভাবে তালুবন্দি করেছেন, তাতে সরফরাজকে মনে হচ্ছে ক্যাচ কা বস। এতটাই স্বাচ্ছন্দ্য দেখিয়েছে তাঁকে।' আর-এক নেটিজেনের কথায়, '১০ কেজি ওজন কমানোর প্রভাব দৃশ্যমান। এভাবেই চালিয়ে যাও।' একজন আবার তাঁকে মূল দলে জায়গা দেওয়ার কথাও বলেন। উল্লেখ্য, ইংল্যান্ড লায়ন্সের ইনিংস শেষ হয় ৫৮৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানে ফেরেন দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল (৬৪) এবং অভিমন্যু ঈশ্বরণ (৬৮)। রান পেয়েছেন ধ্রুব জুড়েল, নীতীশ কুমার রেড্ডিও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেড় মাসে ১০ কেজি ওজন কমিয়ে ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে তৈরি রেখেছিলেন।
  • কিন্তু মূল দলে সুযোগ পাননি।
  • সেই সরফরাজ খান এখন ভারতীয় এ দলের হয়ে বেসরকারি টেস্ট খেলছেন ইংল্যান্ডেই।
Advertisement